হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলে ইরানি আক্রমণ অতি শিগ্‌গির, বললেন বাইডেনও

খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনই বলেছেন, ইসরায়েলে ইরানি আক্রমণ অত্যাসন্ন। একই সঙ্গে তিনি ইরানকে ইসরায়েলে আক্রমণ না করতে সতর্ক করে দিয়েছেন। এ ছাড়া ইসরায়েলকে সম্ভাব্য ইরানি আক্রমণ থেকে রক্ষায় তৎপর হয়েছে হোয়াইট হাউস। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র সিএনএনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইসরায়েলের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালাতে পারে যেকোনো দিন এবং এ ক্ষেত্রে ইসরায়েলকে এসব হামলা মোকাবিলায় সহায়তা করতে হোয়াইট হাউস তৎপর হয়েছে। 

সূত্রগুলো আরও জানিয়েছে, বর্তমান উত্তেজনাপূর্ণ ও অস্থির পরিবেশে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেকোনো সময় ‘বিস্ফোরিত’ হতে পারে বলে আশঙ্কা করছে বাইডেন প্রশাসন। এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাইডেন প্রশাসন প্রস্তুত। 

এদিকে, গতকাল শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইসরায়েলে ইরানের হামলা দেরিতে নয়, খুব শিগ্‌গিরই হবে।’ এই অবস্থায় তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘তেহরানের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, (ইসরায়েলে হামলা) চালিও না।’ 
 
গত বছরের অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বই আশঙ্কা করছিল যে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র এ ধরনের পরিস্থিতি এড়াতে শুরু থেকেই তৎপর থাকলেও দেশটি সব সময়ই ইসরায়েলের পক্ষ নিয়েছে সব পরিস্থিতিতেই। 

এর আগে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্যের মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছিল, ইসরায়েলের মাটিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে। তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, তেহরান ইসরায়েলে হামলার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। 

তারও আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলো মনে করছে, ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা অত্যাসন্ন। এ ক্ষেত্রে ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান।

আরও পড়ুন:

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও