হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বৃদ্ধের প্রাণ বাঁচাল কুকুর

হ্যারি স্মিথের বয়স ৮১ বছর। বার্ধক্য এবং নানাবিধ রোগের কারণে এখন আর তিনি পায়ে হাঁটতে পারেন না। চলাচলের জন্য তাঁকে এখন ব্যবহার করতে হয় বৈদ্যুতিক হুইলচেয়ার। 

প্রতিদিন সেই হুইলচেয়ারে করেই তাঁর একটি পোষা কুকুর সারাহর সঙ্গে দিনে দুবার বাইরে ঘুরতে বের হন। প্রতিদিনের মতোই সম্প্রতি তিনি ঘুরতে বের হন বাড়ির পার্শ্ববর্তী একটি লেকের পাশে। কিন্তু হঠাৎ করেই তিনি হুইলচেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে যান। 

এ সময় তাঁর সঙ্গে থাকা কুকুরটি মনিবকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে। এরপর সারাহর চিৎকারে পাশে থাকা লোকজন এবং স্থানীয় পুলিশ এসে স্মিথকে উদ্ধার করে। 

এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের সেন্ট লুসিয়ায়। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

পোর্ট সেন্ট লুসিয়া পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, হ্যারি স্মিথ তাঁর হুইলচেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে গিয়ে গলা পর্যন্ত ডুবে যান। কারণ তিনি সাঁতার কাটতে পারছিলেন না। তাঁর কুকুরের চিৎকারে পাশে থাকা দুই পথচারী প্রথমে ভেবেছিলেন কুকুরটি হয়তো কুমিরের সঙ্গে লড়ছে। কিন্তু পরে তারা গিয়ে দেখেন, স্মিথ পানিতে পড়ে গেছেন। এ সময় তারা পাশে থাকা পুলিশকে জানান। এরপরই পুলিশ এবং ওই পথচারীরা মিলে স্মিথকে উদ্ধার করেন। 

স্মিথ বলেন, কুকুরটি তার অনেক প্রিয়। নিয়মিত তিনি তার সঙ্গে ঘুরতে বের হন। তাঁর কুকুর সারাহ হলো ‘হিরো’। 

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব