হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, বাংলাদেশি অভিবাসী পুলিশসহ নিহত ৪

আজকের পত্রিকা ডেস্ক­

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে এক অভিবাসী পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে। ছবি: এএফপি

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে এক অভিবাসী পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত হয়েছে আততায়ী নিজেও।

গতকাল সোমবার, স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনে এ ঘটনা ঘটে। পুলিশের বিবরণ অনুযায়ী, পার্ক করা একটি বিএমডব্লিউ গাড়ি থেকে এম৪ রাইফেল নিয়ে বের হয় শেন তামুরা নামে ওই হামলাকারী। পরে, একটি অফিস ভবনের দিকে যাওয়ার প্রবেশমুখে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্য ওই বাংলাদেশি তরুণকে হত্যা করে সে।

ওই তরুণের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে, তিনি তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশে তিনি কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ভবনটিতে রয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং আয়ারল্যান্ডের কনস্যুলেট জেনারেলের অফিস।

প্রবেশপথে পুলিশ কর্মকর্তাকে গুলি করার পর হামলাকারী এক নারীকে গুলি করেন। এরপর ভবনের লবিতে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। পাঁচজনকে হত্যা করার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলেও জানানো হয়েছে। পুলিশ বলছে, শেন তামুরা লাস ভেগাসের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে, এ হত্যাকাণ্ডের পেছনে তার মোটিফ কী ছিল এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

পরে তার গাড়ি থেকে রাইফেল কেস, রিভলভার, গুলি ভর্তি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। হত্যার পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা