হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন ইস্যুতে পুতিনকে কঠোর সতর্কবার্তা বাইডেনের 

ইউক্রেনে রুশ আক্রমণের আশঙ্কায় যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন ইস্যুতে গতকাল মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, বৈঠকে ইউক্রেন সীমান্তে রুশ সেনা বৃদ্ধি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বাইডেন। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ‘দৃঢ় অর্থনৈতিক ও অন্যান্য পদক্ষেপ' নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

তবে বৈঠকে পুতিন জানিয়েছেন, তাঁর দেশের ইউক্রেনে আক্রমণের ইচ্ছা নেই ।  

বৈঠকে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনার পাশাপাশি সীমান্তের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন ।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সকাল ১০টা ৭মিনিটে বৈঠকটি শুরু হয়।  বৈঠকটিতে যে ভিডিও লিংক ব্যবহার করা হয়েছে, তা এর আগে কেউ ব্যবহার করেনি। এটি খুবই সুরক্ষিত বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

ভিডিও ফুটেজে দেখা যায়, বৈঠকের শুরুতেই বাইডেন ও পুতিন শুভেচ্ছা বিনিময় করেন। 

রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সোচিতে অবস্থিত নিজ বাসভবন থেকে বৈঠকে অংশ নেন।

প্রায় দুই ঘণ্টার বাইডেন-পুতিন বৈঠকের পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিকদের বলেন, প্রয়োজনে কঠোর জবাব দিতে প্রস্তুত আছে ওয়াশিংটন। বিশেষ করে ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নেওয়ার সময় রাশিয়া যা করিনি, আমরা তা এখন করতে প্রস্তুত।

কিয়েভ দাবি করে আসছে, ইউক্রেনের সীমান্তের কাছাকাছি কয়েকটি এলাকায় ৯৪ হাজারের মতো রুশ সেনা অবস্থা করছে।  ইউক্রেন সরকারের শঙ্কা, আগামী মাসেই রাশিয়া হামলা চালাতে পারে।

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল