হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন ইস্যুতে পুতিনকে কঠোর সতর্কবার্তা বাইডেনের 

ইউক্রেনে রুশ আক্রমণের আশঙ্কায় যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন ইস্যুতে গতকাল মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, বৈঠকে ইউক্রেন সীমান্তে রুশ সেনা বৃদ্ধি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বাইডেন। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ‘দৃঢ় অর্থনৈতিক ও অন্যান্য পদক্ষেপ' নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

তবে বৈঠকে পুতিন জানিয়েছেন, তাঁর দেশের ইউক্রেনে আক্রমণের ইচ্ছা নেই ।  

বৈঠকে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনার পাশাপাশি সীমান্তের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন ।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সকাল ১০টা ৭মিনিটে বৈঠকটি শুরু হয়।  বৈঠকটিতে যে ভিডিও লিংক ব্যবহার করা হয়েছে, তা এর আগে কেউ ব্যবহার করেনি। এটি খুবই সুরক্ষিত বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

ভিডিও ফুটেজে দেখা যায়, বৈঠকের শুরুতেই বাইডেন ও পুতিন শুভেচ্ছা বিনিময় করেন। 

রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সোচিতে অবস্থিত নিজ বাসভবন থেকে বৈঠকে অংশ নেন।

প্রায় দুই ঘণ্টার বাইডেন-পুতিন বৈঠকের পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিকদের বলেন, প্রয়োজনে কঠোর জবাব দিতে প্রস্তুত আছে ওয়াশিংটন। বিশেষ করে ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নেওয়ার সময় রাশিয়া যা করিনি, আমরা তা এখন করতে প্রস্তুত।

কিয়েভ দাবি করে আসছে, ইউক্রেনের সীমান্তের কাছাকাছি কয়েকটি এলাকায় ৯৪ হাজারের মতো রুশ সেনা অবস্থা করছে।  ইউক্রেন সরকারের শঙ্কা, আগামী মাসেই রাশিয়া হামলা চালাতে পারে।

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম