হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জাঁকজমক আয়োজনেও ট্রাম্পের অভিষেকে এবার দর্শক কম

বেশ জমকালো আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। বেশ জমকালো আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এবার মার্কিন কংগ্রেস ভবনের অভ্যন্তরে শপথ নিতে হলেও আয়োজনে কোনো কমতি থাকেনি। তবু ২০১৭ সালে প্রথমবারের মতো অভিষেকে যত দর্শক পেয়েছিলেন, এবার আর সেই দর্শকপ্রিয়তা পায়নি তাঁর শপথ অনুষ্ঠান। এমনকি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের তুলনায় কম দর্শক পেয়েছেন তিনি। গণমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান নিলসেনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান দেখেছেন ২ কোটি ৪৬ লাখ দর্শক। ২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন, সে সময় দর্শকসংখ্যা সর্বোচ্চ হয়েছিল।

নিলসেনের জরিপে দেখা যায়, দর্শকদের বয়সভিত্তিক তথ্য অনুযায়ী ট্রাম্পের অভিষেকে সর্বোচ্চ ১ কোটি ৭৪ লাখ দর্শক ৫৫ বছরের বেশি বয়সী। ৩৫ থেকে ৫৪ বছর বয়সী দর্শক ৪৬ লাখ ৭০ হাজার এবং ১৮ থেকে ৩৪ বছর বয়সী দর্শকের সংখ্যা ছিল ১৪ লাখ ৩০ হাজার।

মার্কিন স্থানীয় সময় অনুযায়ী, ১৫টি নেটওয়ার্কের সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তথ্য সংগ্রহ করেছে নিলসেন।

শপথ নেওয়া ও ভাষণের সময় (দুপুর ১২টা থেকে ১২টা ৪৫) তিনটি প্রধান ক্যাবল নিউজ ও তিনটি সম্প্রচার নেটওয়ার্কে অনুষ্ঠানটি দেখেন ২ কোটি ৭১ লাখ দর্শক। এর আগে বাইডেনের অভিষেক ভাষণ ছয়টি নেটওয়ার্কে প্রায় ৪ কোটি দর্শক দেখেছিলেন। এর আগে ২০১৭ সালে ট্রাম্পের প্রথম অভিষেক ৩ কোটি ৮৩ লাখ দর্শক দেখেছিলেন।

শপথের দিনের কভারেজে শীর্ষে ছিল ফক্স নিউজ, তাদের দর্শক ছিল ১ কোটি ৬ লাখ। অন্যান্য নেটওয়ার্কের মধ্যে এবিসি নিউজ ৪৮ লাখ ৫০ হাজার, এনবিসি নিউজ ৪৫ লাখ ৮০ হাজার, সিবিএস নিউজ ৪৩ লাখ ৫০ হাজার, সিএনএন ১৮ লাখ এবং এমএসএনবিসি ৮ লাখ ৮০ হাজার দর্শক পেয়েছিল।

নিলসেন আরও জানায়, ২৫ থেকে ৫৪ বছর বয়সী দর্শকদের মধ্যে ফক্স নিউজের সবচেয়ে বেশি দর্শক ছিল—২০ লাখ ৯০ হাজার। অন্যদিকে এনবিসি ১২ লাখ ২০ হাজার, এবিসি ১১ লাখ ২০ হাজার, সিবিএস ৯ লাখ ৬৬ হাজার, সিএনএন ৫৬ লাখ ৩ হাজার এবং এমএসএনবিসি ১ লাখ ৬ হাজার দর্শক পেয়েছে।

নিলসেন বলছে, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো অভিষেক অনুষ্ঠানগুলো সাধারণত প্রথমবারের তুলনায় অনেক কম দর্শক টানে। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম অভিষেক অনুষ্ঠান ৩ কোটি ৮৩ লাখ দর্শক পেয়েছিল। এ দুই মেয়াদের মধ্যবর্তী সময়ে বাইডেনের ২০২১ সালে শপথের অনুষ্ঠান দেখেছিলেন ৩ কোটি ৩৮ লাখ দর্শক। এ ছাড়া ২০০৯ সালে বারাক ওবামার প্রথম অভিষেকে দর্শক ছিল ৩ কোটি ৭৮ লাখ, কিন্তু দ্বিতীয় অভিষেকে ২০১৩ সালে ২ কোটি ৬ লাখ দর্শক পেয়েছিল।

তবে অভিষেক অনুষ্ঠানের এই দর্শকসংখ্যা রাজনৈতিক পক্ষপাতের প্রতিফলন বলে মনে করছে নিলসেন। ২০২১ সালে বাইডেনের অভিষেকে ফক্স নিউজের দর্শক ছিল সবচেয়ে কম, ২৭ লাখ ৪০ হাজার, কিন্তু সিএনএনের দর্শক ছিল প্রায় ১ কোটি এবং এমএসএনবিসি ৬৫ লাখ ৩০ হাজার দর্শক পেয়েছিল।

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প