হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়া নিয়ে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়া নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, আগামীকাল রোববার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় দুই দেশের ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও সামরিক মহড়া নিয়ে আলোচনা শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। 

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার আশঙ্কায় শুরু থেকেই যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে আসছে। এ নিয়ে উদ্বেগ কমাতেই দুই দেশের কূটনীতিকেরা জেনেভায় আলোচনায় বসছেন।

আলোচনার ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, এমন কিছু ক্ষেত্র আছে, যেখানে আমরা মনে করি অগ্রগতি করা সম্ভব হতে পারে।

ওই কর্মকর্তা বলেন, রাশিয়া ইউক্রেনে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রব্যবস্থা স্থাপনের সম্ভাবনার জন্য যে হুমকি বোধ করছে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো ইচ্ছা নেই। যদি রাশিয়া একটি পারস্পরিক প্রতিশ্রুতি দিতে ইচ্ছুক হয়, এ ব্যাপারে আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারি। 

হোয়াইট হাউসের কর্মকর্তা আরও বলেছেন, মস্কো আইএনএফ চুক্তি অনুযায়ী ইউরোপে নির্দিষ্ট ক্ষেপণাস্ত্রব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এই আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। 

তবে এই কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আলোচনা না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিত নই যে, রাশিয়া সত্যিকার অর্থে মীমাংসার জন্য প্রস্তুত রয়েছে। 

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা