হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনকে ঈশ্বরের দাওয়াত দিতে যাচ্ছিলেন, পথেই গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দেওয়ার অভিযোগে কানসাস অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। স্থানীয় সময় বুধবার তাঁকে মেরিল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম স্কট রায়ান মেরিম্যান। তিনি গোয়েন্দাদের জানিয়েছেন, বাইডেনকে ঈশ্বরের দিকে ফেরানোর জন্যই হোয়াইট হাউসের দিকে যাচ্ছিলেন। 

স্কট জানান, বাইডেনের বিভাজনের কারণে যুক্তরাষ্ট্রের মানুষ বিরক্ত। আর এ জন্যই ঈশ্বর তাঁকে ওয়াশিংটন ডিসিতে যেতে বলেছেন। বাইডেন ঈশ্বরের দিকে না ফিরলে তাঁকে নরকে যেতে হবে বলেও জানান স্কট। 

সিএনএনকে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, স্কটের কাছ থেকে তিন রাউন্ড বুলেটভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে। তবে তাঁর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। 

স্কট জানিয়েছেন, ঈশ্বর তাঁকে গোলাবারুদ আনতে বলেছেন। 

আদালতের নথিতে দেখা যায়, হোয়াইট হাউসেও ফোন করেছিলেন স্কট। তখন তিনি বাইডেনের উদ্দেশে হুমকিমূলক কথা বলেন।

স্কট হোয়াইট হাউসে ফোন দিয়ে বলেন, ‘খ্রিস্টবিরোধীর মাথা কাটার জন্য আমি আসছি।’ পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি মার্কিন গোয়েন্দাদের জানানো হয়।

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার