হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ঘূর্ণিঝড় হেলেনে যুক্তরাষ্ট্রে ৬০০ মানুষের প্রাণহানির শঙ্কা 

ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা ও টেনেসিতে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০ ছুঁতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা।

হোয়াইট হাউস হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা লিজ শেরউড রেন্ডল গতকাল সোমবার ঝড়ে প্রাণহানির এই তথ্য তুলে ধরেন।

মিস রেন্ডল বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, তাতে বুঝা যাচ্ছে অন্তত ৬ শ মানুষ মারা যেতে পারে।’

এই ঝড়কে নজিরবিহীন আখ্যা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার প্রশাসন দেশের সর্বত্র খাদ্য, সুপেয় পানি, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য জীবন রক্ষাকারী উপাদান সরবরাহ করবে।

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সহায়তার জন্য যত সময় লাগুক, আমরা দেব।’
 
ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা ও টেনেসিতে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিতে এসব অঞ্চলের রাস্তাঘাট ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

হেলেন নামের ৪ মাত্রার এই হারিকেন ঘণ্টায় ২২৫ কিলোমিটার বা ১৪০ মাইল বাতাসের গতিবেগ নিয়ে গত বৃহস্পতিবার ফ্লোরিডায় আঘাত হানে। স্থলভাগ অতিক্রমের সময় বাতাসের গতি কমে গেলেও ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত নর্থ ক্যারোলিনায় ৩৯ জন, সাউথ ক্যারোলিনায় ২৫ জন, জর্জিয়ায় ১৭ জন, ফ্লোরিডায় ১৪ জন, টেনেসিতে ৪ জন ও ভার্জিনিয়ায় ১ জনের মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, এই মৃত্যুর সংখ্যা বাড়বে।

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি