হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

শোষণের তিনগুণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করছে আমাজন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে বাতাসে থাকা কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অরণ্য। এতে করে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসও কমে যায়। পৃথিবীকে বাঁচিয়ে রাখা এ অরণ্যগুলোর মধ্যে আমাজন অন্যতম। একে বলা হয় ‘পৃথিবীর ফুসফুস’। কিন্তু এ ফুসফুস এখন রক্ষক থেকে হয়ে গেছে ভক্ষক। গ্রহণের চেয়ে তিনগুণ কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ করছে আমাজন। 

এক দশক ধরে গবেষণা করার পর এ তথ্য জানিয়েছেন ব্রাজিলের একদল বিজ্ঞানী। আমাজনের এ পরিবর্তন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। সম্প্রতি ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে আরও বলা হয়, আমাজনের বিভিন্ন জায়গায় বন পুড়ে যাওয়ায় এমনটি হয়েছে। 

আমাজনের কার্বন নিঃসরণের ব্যাপারটি এর আগেই স্যাটেলাইটের মাধ্যমে জানা গিয়েছিল। তবে অনেক প্রতিবন্ধকতা থাকায় তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়নি। এবার আমাজনের সাড়ে ৪ হাজার মিটার ওপর দিয়ে অনেক ছোট উড়োজাহাজ ব্যবহার করে এ গবেষণা করা হয়েছে। 

গবেষক দলের প্রধান ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের গবেষক লুসিয়ানা গাত্তি জানান, আমাজন যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করছে এর তিনগুণ নিঃসরণ করছে। যেসব এলাকায় বনায়ন নির্মূলের হার ৩০ শতাংশের বেশি, সেখানে এ গ্যাস গ্রহণের চেয়ে ১০ গুণ নিঃসৃত হয়। 

এ সংকটের বাইরে আরেকটি সমস্যার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, আমাজনে গাছ কমে যাচ্ছে। ফলে বৃষ্টিও কম হবে। এতে করে বেড়ে যাবে খরা। ইতিমধ্যেই বিশ্বের উন্নত দেশগুলোতে জলবায়ুর বিরূপ আচরণ দেখা যাচ্ছে। 

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি