হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

শোষণের তিনগুণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করছে আমাজন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে বাতাসে থাকা কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অরণ্য। এতে করে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসও কমে যায়। পৃথিবীকে বাঁচিয়ে রাখা এ অরণ্যগুলোর মধ্যে আমাজন অন্যতম। একে বলা হয় ‘পৃথিবীর ফুসফুস’। কিন্তু এ ফুসফুস এখন রক্ষক থেকে হয়ে গেছে ভক্ষক। গ্রহণের চেয়ে তিনগুণ কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ করছে আমাজন। 

এক দশক ধরে গবেষণা করার পর এ তথ্য জানিয়েছেন ব্রাজিলের একদল বিজ্ঞানী। আমাজনের এ পরিবর্তন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। সম্প্রতি ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে আরও বলা হয়, আমাজনের বিভিন্ন জায়গায় বন পুড়ে যাওয়ায় এমনটি হয়েছে। 

আমাজনের কার্বন নিঃসরণের ব্যাপারটি এর আগেই স্যাটেলাইটের মাধ্যমে জানা গিয়েছিল। তবে অনেক প্রতিবন্ধকতা থাকায় তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়নি। এবার আমাজনের সাড়ে ৪ হাজার মিটার ওপর দিয়ে অনেক ছোট উড়োজাহাজ ব্যবহার করে এ গবেষণা করা হয়েছে। 

গবেষক দলের প্রধান ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের গবেষক লুসিয়ানা গাত্তি জানান, আমাজন যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করছে এর তিনগুণ নিঃসরণ করছে। যেসব এলাকায় বনায়ন নির্মূলের হার ৩০ শতাংশের বেশি, সেখানে এ গ্যাস গ্রহণের চেয়ে ১০ গুণ নিঃসৃত হয়। 

এ সংকটের বাইরে আরেকটি সমস্যার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, আমাজনে গাছ কমে যাচ্ছে। ফলে বৃষ্টিও কম হবে। এতে করে বেড়ে যাবে খরা। ইতিমধ্যেই বিশ্বের উন্নত দেশগুলোতে জলবায়ুর বিরূপ আচরণ দেখা যাচ্ছে। 

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

চীন-রাশিয়ার হাত থেকে আমরাই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারি: ট্রাম্প

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের