হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১০৯ জন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, উদ্ধারকারী বাহিনী আরও চারজনের মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়াল।

কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৭০ জন ধসে পড়ার সময় ভবনটির ভেতরে ছিলেন।

ক্রান্তীয় ঝড় এলসার প্রভাবে উদ্ধারকাজ কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। তিনি বলেন, ‘আমরা আবহাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’ 

যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ১১০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বুধবার ফ্লোরিডা উপকূল অতিক্রম করবে এলসার।

মায়ামি-ডাড কাউন্টির দমকল বাহিনীর প্রধান অ্যালান কমিনস্কি বলেন, দমকল বাহিনীর ২০০ কর্মী বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দলের সঙ্গে মিলে উদ্ধারকাজ চালাচ্ছেন। এ পর্যন্ত ১২৪ টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটি ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। ধসেপড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট