হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফেসবুক লাইভেই গুলিতে নিহত মেক্সিকান মেয়র প্রার্থী

আজকের পত্রিকা ডেস্ক­

ইয়েসেনিয়া লারা গুতিয়েরেস। ছবি: সিএনএন

গত রোববার রাতে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে একটি নির্বাচনী মিছিল উৎসবমুখর পরিবেশে শুরু হলেও মুহূর্তেই তা রূপ নেয় এক ভীতিকর পরিস্থিতিতে। কারণ, যাঁকে কেন্দ্র করে সেই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছিল, সেই মেয়র পদপ্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেসকে সে সময় গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন।

সিএনএন জানিয়েছে, নির্বাচনী প্রচারণার ওই মুহূর্ত সে সময় ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এতে দেখা যায়, গুতিয়েরেস টেক্সিস্তেপেক শহরের রাস্তায় সমর্থকদের সঙ্গে হাঁটছেন এবং বাসিন্দাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁর সঙ্গে থাকা মিছিলটি হাসিমুখে স্লোগান দিচ্ছিল। ঠিক তখনই ক্যামেরার বাইরে থেকে গুলির শব্দ ভেসে আসে। ভিডিওটিতে ২০টির মতো গুলির শব্দ শোনা যায়, যা এখনো গুতিয়েরেসের ফেসবুক পাতায় দেখা যাচ্ছে।

গতকাল সোমবার সকালের প্রেস কনফারেন্সে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এই হামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল অফিসের তথ্যমতে, শেইনবাউমের ক্ষমতাসীন দল ‘মোরেনা’র সদস্য গুতিয়েরেসসহ চারজন ওই গুলিতে নিহত হন এবং আরও তিনজন আহত হন।

ঘটনাটির তদন্ত চলছে এবং বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা। ভেরাক্রুজের গভর্নর রোসিও এক্স মাধ্যমে লিখেছেন, ‘কোনো পদ বা দপ্তরের মূল্য একটি প্রাণের চেয়ে বেশি হতে পারে না। আমরা টেক্সিস্তেপেক এলাকায় মোরেনা প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হওয়া এই কাপুরুষোচিত হামলার জন্য দোষীদের খুঁজে বের করব।’

উল্লেখ্য, মেক্সিকোতে নির্বাচনী মৌসুমে রাজনৈতিক প্রার্থীদের ওপর হামলার ঘটনা খুব সাধারণ। মানবাধিকার সংগঠন ডেটা সিভিকা জানিয়েছে, গত বছর দেশটিতে রাজনৈতিক-অপরাধজনিত সহিংসতায় রেকর্ডসংখ্যক হামলার ঘটনা ঘটেছে। মোট ৬৬১টি হামলার তথ্য পাওয়া গেছে, যার অধিকাংশই স্থানীয় পর্যায়ের প্রার্থীদের বিরুদ্ধে ছিল।

২০২৪ সালের মে মাসেই গুয়েরেরো রাজ্যে প্রচার সভার সময় এক মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়, সেই ঘটনাও ভিডিওতে ধরা পড়ে।

কয়েক দিন পর মিচোয়াকান রাজ্যের কোতিজা শহরের মেয়র নিজের দেহরক্ষীর সঙ্গে জিম থেকে বাড়ি ফেরার পথে গুলিতে নিহত হন। গত বছরের অক্টোবরে গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর মেয়র দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে খুন হন।

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ

ধনীদের মার্কিন নাগরিকত্ব দেবে ‘ট্রাম্প গোল্ড কার্ড’, মূল্য ১০ লাখ ডলার

মার্কিন সামরিক বাহিনীর ব্যয়ের জন্য রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের বাজেট