হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে অভিবাসন সংস্থার হাতে আটক সবচেয়ে জনপ্রিয় টিকটক তারকা

আজকের পত্রিকা ডেস্ক­

খাবি লাম। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি ফলোয়ার খাবি লামের। টিকটকের সবচেয়ে জনপ্রিয় তারকা তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আটক হন তিনি। পরে অবশ্য তিনি যুক্তরাষ্ট্র ছেড়েছেন। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবস্থানের অভিযোগে তাঁকে আটক করা হয় বলে জানা গেছে।

সেনেগালে জন্ম নেওয়া খাবি লাম বর্তমানে ইতালির নাগরিক। সরকারি নথিপত্রে এই ইনফ্লুয়েন্সারের নাম সেরিন খাবেন লাম। গত শুক্রবার হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। তবে তাঁকে প্রত্যাবাসন আদেশ ছাড়াই দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগের (আইসিই) একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইসিই মুখপাত্র জানিয়েছেন, লাম গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ভিসার শর্ত লঙ্ঘন করে অবস্থান করছিলেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তালিকাভুক্ত ই-মেল ঠিকানায় মন্তব্যের জন্য একটি বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি। জনসম্মুখে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির মধ্যেই খাবির এই আটক ও স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করার ঘটনা ঘটল। লস অ্যাঞ্জেলেসে চলমান অভিবাসন বিরোধী অভিযান এবং আইসিই-এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই এই ঘটনা ট্রাম্পের নির্বাহী ক্ষমতার সীমা পরীক্ষার ইঙ্গিত দিচ্ছে।

খাবি লামকে যে ‘স্বেচ্ছায় প্রস্থান’ করার অনুমতি দেওয়া হয়েছে, এর ফলে তাঁর অভিবাসন রেকর্ডে প্রত্যাবাসন আদেশের কোনো উল্লেখ থাকবে না। তবে এ কারণে আগামী এক দশক পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পেতে পারেন তিনি।

২৫ বছর বয়সী খাবি লাম কোভিড মহামারি চলাকালীন আন্তর্জাতিক খ্যাতি পান। ভিডিওতে তিনি কোনো কথা বলেন না, শুধু অঙ্গভঙ্গি করেন। কোভিডের বন্দী জীবনে হাস্যরসাত্মকভাবে জটিল ‘লাইফ হ্যাকস’-এর প্রতিক্রিয়ায় খাবি লামের নিজস্ব নীরব অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করে। টিকটকে তাঁর ১৬ কোটি ২০ লাখ ফলোয়ার রয়েছে।

সেনেগালে জন্মগ্রহণ করলেও বাবা-মায়ের সঙ্গে শৈশবেই ইতালিতে চলে আসেন খাবি লাম। পরে ইতালির নাগরিকত্ব পান।

ইন্টারনেটে খ্যাতি পাওয়ার পর ২০২২ সালে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হুগো বসের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেন খাবি লাম। চলতি বছরের জানুয়ারিতে তাঁকে ইউনিসেফের শুভেচ্ছা দূত নিযুক্ত করা হয়।

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ