হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন যুদ্ধের কারণে ৪ কোটি মানুষ দরিদ্র হবে: মার্কিন থিংকট্যাংক

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে অন্তত ৪ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে সতর্ক করেছে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট (সিজিডি) নামের একটি থিংকট্যাংক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিশ্বের ২৯ শতাংশ গম উৎপাদিত হয় রাশিয়া ও ইউক্রেনে। এই বিশ্বের ৬ ভাগের ১ ভাগ সার আসে রাশিয়া ও বেলারুশ থেকে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে কৃষি বাণিজ্যের জন্য প্রাক্তন সোভিয়েত অঞ্চল কতটা গুরুত্বপূর্ণ। 

মার্কিন থিংকট্যাংক বলছে, যুদ্ধের ধাক্কা শুধু এই অঞ্চলেই নয়, সারা বিশ্বেই ব্যাপকভাবে অনুভূত হবে। এটি সবচেয়ে বেশি আঘাত করবে দরিদ্র দেশগুলোকে। 

সিজিডির বিশেষজ্ঞরা বলেছেন, ‘জি-২০সহ শস্য উৎপাদনকারী দেশগুলোকে অবশ্যই তাদের বাজার উন্মুক্ত ও নিষেধাজ্ঞামুক্ত রাখতে হবে। মানবিক প্রয়োজনকে সমর্থন দিতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও দ্রুত ও উদারভাবে কাজ করতে হবে।’ 

এর আগে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলি বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধের কারণে খাদ্যের দাম এতটাই বেড়ে যাবে যে, তা বিশ্বের দরিদ্র মানুষদের জন্য বিপর্যয় ডেকে আনবে। 

বিবিসি অপর এক প্রতিবেদন বলেছে, গত চার বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮ কোটি থেকে বেড়ে ২৭ কোটি ৭৬ লাখে দাঁড়িয়েছে। নানা রকম যুদ্ধ-সংঘাত, জলবায়ুর পরিবর্তন এবং করোনাভাইরাস মহামারি—সব মিলিয়ে একটা ভয়ংকর দুর্যোগ তৈরি হয়েছে।

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প