হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন যুদ্ধের কারণে ৪ কোটি মানুষ দরিদ্র হবে: মার্কিন থিংকট্যাংক

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে অন্তত ৪ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে সতর্ক করেছে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট (সিজিডি) নামের একটি থিংকট্যাংক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিশ্বের ২৯ শতাংশ গম উৎপাদিত হয় রাশিয়া ও ইউক্রেনে। এই বিশ্বের ৬ ভাগের ১ ভাগ সার আসে রাশিয়া ও বেলারুশ থেকে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে কৃষি বাণিজ্যের জন্য প্রাক্তন সোভিয়েত অঞ্চল কতটা গুরুত্বপূর্ণ। 

মার্কিন থিংকট্যাংক বলছে, যুদ্ধের ধাক্কা শুধু এই অঞ্চলেই নয়, সারা বিশ্বেই ব্যাপকভাবে অনুভূত হবে। এটি সবচেয়ে বেশি আঘাত করবে দরিদ্র দেশগুলোকে। 

সিজিডির বিশেষজ্ঞরা বলেছেন, ‘জি-২০সহ শস্য উৎপাদনকারী দেশগুলোকে অবশ্যই তাদের বাজার উন্মুক্ত ও নিষেধাজ্ঞামুক্ত রাখতে হবে। মানবিক প্রয়োজনকে সমর্থন দিতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও দ্রুত ও উদারভাবে কাজ করতে হবে।’ 

এর আগে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলি বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধের কারণে খাদ্যের দাম এতটাই বেড়ে যাবে যে, তা বিশ্বের দরিদ্র মানুষদের জন্য বিপর্যয় ডেকে আনবে। 

বিবিসি অপর এক প্রতিবেদন বলেছে, গত চার বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮ কোটি থেকে বেড়ে ২৭ কোটি ৭৬ লাখে দাঁড়িয়েছে। নানা রকম যুদ্ধ-সংঘাত, জলবায়ুর পরিবর্তন এবং করোনাভাইরাস মহামারি—সব মিলিয়ে একটা ভয়ংকর দুর্যোগ তৈরি হয়েছে।

এইচ–১বি ভিসার ফি বাড়ানোয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ