হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাস্ক পরা নিয়ে তর্ক, থুতু ছিটিয়ে গ্রেপ্তার নারী

মাস্ক পরা নিয়ে তর্কের জেরে এক সহযাত্রীকে মারধর ও থুতু ছিটানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টাম্পা থেকে আটলান্টা যাওয়ার উড়োজাহাজে এই মারধরের ঘটনা ঘটেছে। এর একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২৩ ডিসেম্বর উড়োজাহাজের যাত্রী ৫১ বছর বয়সী প্যাট্রিসিয়া কর্নওয়াল টয়লেট থেকে তাঁর আসনে ফিরে যাচ্ছিলেন। সেই সময় তাঁর যাওয়ার পথে একটি পানীয়ের টেবিল রাখায় একজন বিমানবালা তাঁকে কিছুক্ষণের জন্য একটি ফাঁকা আসনে বসতে অনুরোধ করেন।

এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হলে সামনে বসা অপর এক যাত্রী প্যাট্রিসিয়া কর্নওয়ালকে চুপ করার পরামর্শ দেন। এর পরে ওই ব্যক্তির সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন প্যাট্রিসিয়া । তখন ওই ব্যক্তিকে মাস্ক পরতে বলেন তিনি। ওই ব্যক্তিও পাল্টা গালাগালি করে প্যাট্রিসিয়াকে মাস্ক পরতে বলেন।

এরপর কথা-কাটাকাটি মাত্রা ছাড়ালে প্যাট্রিসিয়া ওই ব্যক্তির ওপর চড়াও হয়ে ঘুষি মারেন। এরপর বিমানের ক্রু-সদস্যরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি ওই ব্যক্তির ওপর থুতু ছিটাতে শুরু করেন। একজন সহযাত্রী ঘটনাটি ফোনে রেকর্ড করেন। পরে এই ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

বিমান আটলান্টায় অবতরণ করার পরেই ওই নারীকে গ্রেপ্তার করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

 

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি