হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাস্ক পরা নিয়ে তর্ক, থুতু ছিটিয়ে গ্রেপ্তার নারী

মাস্ক পরা নিয়ে তর্কের জেরে এক সহযাত্রীকে মারধর ও থুতু ছিটানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টাম্পা থেকে আটলান্টা যাওয়ার উড়োজাহাজে এই মারধরের ঘটনা ঘটেছে। এর একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২৩ ডিসেম্বর উড়োজাহাজের যাত্রী ৫১ বছর বয়সী প্যাট্রিসিয়া কর্নওয়াল টয়লেট থেকে তাঁর আসনে ফিরে যাচ্ছিলেন। সেই সময় তাঁর যাওয়ার পথে একটি পানীয়ের টেবিল রাখায় একজন বিমানবালা তাঁকে কিছুক্ষণের জন্য একটি ফাঁকা আসনে বসতে অনুরোধ করেন।

এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হলে সামনে বসা অপর এক যাত্রী প্যাট্রিসিয়া কর্নওয়ালকে চুপ করার পরামর্শ দেন। এর পরে ওই ব্যক্তির সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন প্যাট্রিসিয়া । তখন ওই ব্যক্তিকে মাস্ক পরতে বলেন তিনি। ওই ব্যক্তিও পাল্টা গালাগালি করে প্যাট্রিসিয়াকে মাস্ক পরতে বলেন।

এরপর কথা-কাটাকাটি মাত্রা ছাড়ালে প্যাট্রিসিয়া ওই ব্যক্তির ওপর চড়াও হয়ে ঘুষি মারেন। এরপর বিমানের ক্রু-সদস্যরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি ওই ব্যক্তির ওপর থুতু ছিটাতে শুরু করেন। একজন সহযাত্রী ঘটনাটি ফোনে রেকর্ড করেন। পরে এই ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

বিমান আটলান্টায় অবতরণ করার পরেই ওই নারীকে গ্রেপ্তার করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

 

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার