হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নতুন উড়োজাহাজ সহায়তা পেয়েছে ইউক্রেন

উড়োজাহাজ এবং ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ-সহায়তা পেয়েছে ইউক্রেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে কোন কোন দেশ এই বিমান ও যন্ত্রাংশ সরবরাহ করেছে, তা বিস্তারিত জানায়নি। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানগুলোকে আবার উড্ডয়নক্ষম করতে প্রয়োজনীয় মেরামতের জন্য ইউক্রেনের সেনাবাহিনী অতিরিক্ত বিমানের পাশাপাশি বেশ কিছু যন্ত্রাংশ-সহায়তা পেয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি কোন দেশগুলো ইউক্রেনকে এসব বিমান সরবরাহ করেছে সে সম্পর্কে বিশদ কোনো বিবরণ দেননি। তবে ইউক্রেনকে দেওয়া নতুন এই সহায়তার কথা স্বীকার করে কিরবি বলেছেন, ‘ইউক্রেনের কাছে এখন দুই সপ্তাহ আগে যে পরিমাণ যুদ্ধবিমান ছিল, তার চেয়ে বেশি পরিচালনাযোগ্য যুদ্ধবিমান রয়েছে। তারা (ইউক্রেন) অতিরিক্ত জাহাজ ও বিমানের যন্ত্রাংশ পেয়েছে, যাতে আকাশপথে আরও শক্তিশালী হতে পারে।’

কিরবি আরও বলেন, ‘ওয়াশিংটন কিয়েভকে কোনো উড়োজাহাজ সরবরাহ করেনি। তবে আমরা অবশ্য কিছু অতিরিক্ত খুচরা যন্ত্রাংশের ট্রান্স-শিপমেন্টে সহায়তা করেছি, যা তাদের উড়োজাহাজগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় বলে মনে হতে পারে।’

ইউক্রেনে ৫০ দিনেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইউক্রেনের আকাশে ইউক্রেনের বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সরবরাহ করা বহনযোগ্য, কাঁধ থেকে চালিত সারফেস-টু-এয়ার মিসাইলসহ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কারণে ইউক্রেনের আকাশসীমায় এখনো বেশ শক্ত বাধার মুখোমুখি হতে হচ্ছে রাশিয়াকে।

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল