হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ইয়ানের আঘাতে মৃত্যু বেড়ে ৮৫ 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। এর মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্যেই মৃত্যু হয়েছে ৮১ জনের। আর নর্থ ক্যারোলিনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, উপকূলীয় লি কাউন্টির শেরিফ কার্যালয় জানিয়েছে, তাঁরা ৪২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। আর প্রতিবেশী বেশ কয়েকটি কাউন্টি থেকে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের সময় তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন সেখানকার কর্মকর্তারা।

ক্যাটাগরি ৪ মাত্রার শক্তিশালী এই ঝড় স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪৯ কিলোমিটার। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে হারিকেনটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানসহ বহু ঘর-বাড়ি ও স্থাপনা। প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। 

এদিকে হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন সোমবার পুয়ের্তো রিকো এবং বুধবার ফ্লোরিডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

ইয়ানের কারণে ফ্লোরিডায় ২৩ লাখের মতো বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। রোববার পর্যন্ত প্রায় ৭ লাখ গ্রাহকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ছিল। ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও এরিক সিলাগি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত কাউন্টিতে বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করতে রোববার থেকে এক সপ্তাহ সময় লাগতে পারে। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো নিরাপদ কিনা তা খতিয়ে দেখার পর সংযোগ দিতে হবে। এতে মাসখানেকও সময় লাগতে পারে।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প