হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

কাতারের একটি বোয়িংয়ের তৈরি ৭৪৭-৮ মডেলের বিমান। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার হিসেবে গ্রহণের পরিকল্পনা নিয়ে ওঠা নৈতিক উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। গতকাল সোমবার তিনি বলেছেন, এত উদার প্রস্তাব ফিরিয়ে দেওয়া ‘বোকার মতো’ কাজ হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কাতার রাজপরিবার ডোনাল্ড ট্রাম্পকে যে বিলাসবহুল বিমানটি দিতে চাইছে, সেটির বাজারমূল্য ৪০০ মিলিয়ন ডলার। ট্রাম্প এটিকে গ্রহণ করলে তাঁর রাষ্ট্রীয় বাহন এয়ারফোর্স ওয়ানে রূপান্তর করা হতে পারে। একই সঙ্গে এটি মার্কিন সরকারের পাওয়া অন্যতম মূল্যবান উপহার হবে।

এই প্রস্তাবের খবর প্রকাশিত হওয়ার পরপরই ট্রাম্পের বিরোধী শিবির ডেমোক্রেটিক পার্টি ও সুশাসনপন্থীরা সমালোচনা করেছে। তারা এটিকে স্বার্থের সংঘাত এবং প্রেসিডেন্টের সিদ্ধান্তে বিদেশি প্রভাবের ঝুঁকি হিসেবে আখ্যা দেয়। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি বিমানটি গ্রহণ করবেন এবং বোয়িংয়ের তৈরি ৭৪৭-৮ মডেলের বিমানটি শেষ পর্যন্ত প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে দান করে দেওয়া হবে। তিনি আরও বলেন, ক্ষমতা ছাড়ার পর ব্যক্তিগত কাজে বিমানটি ব্যবহারের কোনো পরিকল্পনা তাঁর নেই।

মধ্যপ্রাচ্য সফরের আগের দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি কাতারের এক চমৎকার সদিচ্ছা। আমি এর জন্য তাদের অনেক প্রশংসা করি। এই ধরনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার লোক আমি নই।’ ট্রাম্প আরও বলেন, ‘মানে, আমি এমন বোকা হতে পারি না যে বলব, “না, আমরা একটি বিনা মূল্যের, খুব দামি বিমান চাই না”।’

আজ মঙ্গলবার থেকে মধ্যপ্রাচ্য সফর শুরু করা রিপাবলিকান এই প্রেসিডেন্ট জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতি কৃতজ্ঞতার কারণে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, উপহারটি গ্রহণ বাস্তবসম্মত সিদ্ধান্ত। তিনি বোয়িংয়ের প্রতিও হতাশা প্রকাশ করেছেন। কারণ, প্রতিষ্ঠানটি তাঁর জন্য নতুন এয়ারফোর্স ওয়ানের বিমান সরবরাহ করতে দেরি করছে।

এদিকে ডেমোক্র্যাট সিনেটর ব্রায়ান শ্যাটজ, ক্রিস মারফি, কোরি বুকার ও ক্রিস কুনস এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের এ ধরনের উপহার গ্রহণ স্পষ্টতই স্বার্থের সংঘাত তৈরি করবে, গুরুতর জাতীয় নিরাপত্তা প্রশ্ন উত্থাপন করবে এবং বিদেশি প্রভাবের পথ খুলে দেবে। কানেকটিকাটের প্রতিনিধি জো কোর্টনি বলেন, এটি প্রকৃত নতুন এয়ারফোর্স ওয়ান বহরের সরবরাহ দ্রুত করার জন্য এয়ারফোর্সের প্রচেষ্টাকে ব্যাহত করবে।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রতিরক্ষা বিভাগে এই অনুদান-সম্পর্কিত আইনি বিষয়গুলো এখনো প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন এই উপহারের বিনিময়ে কাতার কী চাইতে পারে, তা নিয়ে চিন্তিত নয়।

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো