হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিদায়বেলায় ইসরায়েলকে ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ‘উপহার’ দিচ্ছেন বাইডেন

ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সমর যান নামানো হচ্ছে তেল আবিবে। ছবি: সংগৃহীত

ইসরায়েলকে আরও ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অনানুষ্ঠানিকভাবে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসকে সেই তথ্য জানিয়েছে বাইডেন প্রশাসন। নতুন এই সামরিক সহায়তা প্যাকেজে কামান, গোলাবারুদের পাশাপাশি থাকবে অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারও। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এক বছর বা তারও বেশি সময় নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে নতুন এই প্যাকেজ ইসরায়েলকে সরবরাহ করা হবে। তবে হোয়াইট হাউস ছাড়ার আগেই যতটুকু সম্ভব এই সহায়তা প্যাকেজ ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করবে বাইডেন প্রশাসন—এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর মেয়াদ শেষ করবেন। সেদিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। বিদায় নেওয়ার আগে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের দিয়ে যাওয়া এই বিশাল সামরিক সহায়তা যেন গাজায় এক বছরের বেশি সময় ধরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া দেশটিতে বিশাল উপহার।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে, এই প্যাকেজে থাকবে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এআইএম ১২০ সি-৮ এএমআরএএএম, হেলফায়ার এজিএম-১৪৪ ক্ষেপণাস্ত্র, ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল, সাধারণ বোমাকে নির্ভুল লক্ষ্যমাত্রার বোমায় পরিণত করার জন্য বিশেষ কীট জেডিএএম, ৫০০ পাউন্ড বোমা, ড্রোনসহ আরও বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। তবে এসব সহায়তা ইসরায়েলের হাতে পৌঁছানোর আগে বাইডেন প্রশাসনের এই চুক্তি পাস হতে হবে মার্কিন কংগ্রেসে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করাই এই সহায়তা প্যাকেজের উদ্দেশ্য। মার্কিন কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান ও এর প্রক্সিদের হামলা থেকে নিজেদের রক্ষার অধিকার আছে ইসরায়েলের। আর তাই তেল আবিবের প্রতিরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সক্ষমতা সরবরাহ করবে ওয়াশিংটন।

ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীরা কয়েক মাস ধরে ইসরায়েলে অস্ত্র বিক্রি বা সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছে। তবে ব্যাপক প্রতিবাদ, আলোচনা-সমালোচনার মুখেও ইসরায়েলের প্রশ্নে অপরিবর্তিত রয়ে গেছে মার্কিন নীতি।

গত বছরের আগস্টেও ইসরায়েলকে ২ হাজার কোটি ডলারের সমর যান এবং অন্যান্য সরঞ্জাম দেওয়ার অনুমোদন হয় মার্কিন পার্লামেন্টে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, যুদ্ধ শুরুর পর থেকে নেতানিয়াহু প্রশাসনকে ৫০ হাজার টনের বেশি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বাইডেন প্রশাসন।

তবে চলতি বছরই মানবাধিকার সংস্থাগুলোর চাপে ৫০০ পাউন্ডের বোমার একটি চালান আটকে রেখেছিল ডেমোক্র্যাটরা; যা নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা তিক্ততাও দেখা দিয়েছিল। ওয়াশিংটন যদি সঙ্গে না থাকে, তাহলে একাই যুদ্ধ চালিয়ে যাবে তেল আবিব—গণমাধ্যমে এমন কথাও একাধিকবার বলতে দেখা গেছে ইসরায়েলি নেতাদের।

উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ সালে তেল আবিবে নজিরবিহীন হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপর থেকেই গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি প্রশাসন। ১৪ মাসের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন সাড়ে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক; আহত ছাড়িয়েছে লাখের ঘর।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া