হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আবারও সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত পাঠাল যুক্তরাষ্ট্র

প্রায় দুই বছর বিরতির পর সংযুক্ত আরব আমিরাতে আবারও রাষ্ট্রদূত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের পর এই প্রথম দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত আসতে যাচ্ছেন। এরই মধ্যে গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন মার্টিনা স্ট্রং। রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড, নিকট প্রাচ্যবিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বারবারা লিফ এবং অন্যান্য সহকর্মীদের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন। প্রায় এক বছর আগে মার্টিনাকে এই পদের জন্য বাছাই করা হলেও তিনি কেবল গত শুক্রবারেই শপথ নিলেন। 

পেশাদার এই কূটনীতিবিদ এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেছেন। মার্টিনা আরব আমিরাতে জন রাকোলটার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। জন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ছিলেন। 

এর বাইরেও মার্টিনা বুলগেরিয়া, ইরাক, চেক রিপাবলিক ও বারবাডোজে মার্কিন দূতাবাসে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি আরবি, চেক, পোলিশ, ফ্রেঞ্চ, জার্মান ও বসনিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারেন। 

মার্টিনা রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ভিক্টোরিয়া নুল্যান্ড এক টুইটে বলেন, ‘কমিউনিস্ট চেকোস্লোভাকিয়ায় তাঁর শৈশব কাটিয়ে তিনি মাত্র ১৪ বছর বয়সে টেক্সাসের ফোর্ট ওয়ার্থে নতুন জীবন শুরু করেন। তিনি এখন একজন রাষ্ট্রদূত। আমরা আশা করি, রাষ্ট্রদূত হিসেবে তিনি আমাদের জাতির প্রতিনিধিত্ব করবেন এবং যুক্তরাষ্ট্রের স্বপ্নকে এগিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে দুর্দান্তভাবে কাজ করবেন।’

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত

জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প