হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলতেই সির ভিয়েতনাম সফর, নোংরা ভাষায় ট্রাম্পের আক্রমণ

আজকের পত্রিকা ডেস্ক­

ভিয়েতনামের নেতাদের সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি। ছবি: এএফপি

সম্প্রতি নিকট প্রতিবেশী দেশ ভিয়েতনাম সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁর এই সফরের উদ্দেশ্য নিয়ে নোংরা ভাষায় আক্রমণ শানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই সি ভিয়েতনাম সফর করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সি চিন পিং আজ মঙ্গলবার ভিয়েতনামের প্রয়াত বিপ্লবী নেতা হো চি মিনকে শ্রদ্ধা জানান। আজ তাঁর হ্যানয় সফরের শেষ দিন ছিল। এরপর তিনি যাবেন মালয়েশিয়ায়। এরপর যাবেন কম্বোডিয়ায়। মূলত ট্রাম্পের ট্রাম্পের অস্থির শুল্কনীতির বিপরীতে নিজেদের স্থিতিশীল বিকল্প হিসেবে তুলে ধরতে এই দেশগুলো সফর করছেন চীনা প্রেসিডেন্ট।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট গতকাল সোমবার তাঁর দেশ ও ভিয়েতনামের প্রতি যুক্তরাষ্ট্রের ‘একতরফা আধিপত্যের বিরোধিতা এবং বিশ্ব মুক্ত বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার’ আহ্বান জানিয়েছেন। সির আহ্বানের কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভিয়েতনামের নেতাদের সঙ্গে সির বৈঠক যুক্তরাষ্ট্রের ক্ষতি করার লক্ষ্যে করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি চীনকে দোষ দিই না। আমি ভিয়েতনামকেও দোষ দিই না। আমি দেখলাম, তাঁরা আজ বৈঠক করছে, এবং এটি চমৎকার। এটি একটি সুন্দর বৈঠক...যেন তারা ভাবছে, কীভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলতে পারি।’ এই ‘বিপদে ফেলতে পারি’ বোঝাতে গিয়ে ট্রাম্প ‘screw’ শব্দটি ব্যবহার করেন। ইংরেজি ভাষায় এই শব্দ ব্যবহার করে গালি দেওয়ার অর্থ কারও সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন।

গতকাল সোমবার চীন ও ভিয়েতনাম ৪৫টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এগুলোর মধ্যে সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ নৌ টহল এবং রেলপথের উন্নয়ন অন্যতম। সি ভিয়েতনামের শীর্ষ নেতা তো লামের সঙ্গে বৈঠকের সময় বলেন, দুই দেশ ‘ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে...এবং একসঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত।’

আজ মঙ্গলবার সি চিন পিং মালয়েশিয়া যাবেন ৩ দিনের সফরে। এরপর তিনি কম্বোডিয়ার উদ্দেশে রওনা হবেন। বেইজিং বলেছে, এই সফর বৃহত্তর অঞ্চলের জন্য ‘গুরুত্বপূর্ণ।’

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব