হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে এক দিনে ১০ লাখ করোনা রোগী শনাক্ত 

যুক্তরাষ্ট্রে গত এক দিনে ১০ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের বরাত দিয়ে এমনটি বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, গত ঢেউয়ের চেয়ে এবার এক দিনে তিনগুণ বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। শুধু সোমবারই দেশটিতে ১০ লাখ রোগী শনাক্ত হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, গত সপ্তাহে ১০০ মার্কিনির মধ্যে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আজ মঙ্গলবার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চার মাসে লক্ষাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এটি হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৪২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে এটি সব রাজ্যের তথ্য অন্তর্ভুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

এদিকে প্রায় চার মাসে লক্ষাধিক করোনা রোগী যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত বছরের ১৪ জানুয়ারি দেশটিতে প্রায় ১ লাখ ৪২ হাজারের বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। সর্বশেষ যুক্তরাষ্ট্রে লক্ষাধিক রোগী ভর্তি ছিল গত বছরের ১১ সেপ্টেম্বর।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটির হাসপাতালের তিন-চতুর্থাংশ শয্যায় রোগী ভর্তি রয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সাতজনের মধ্যে একজন করোনা রোগী। যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৫০০-এর বেশি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৮ শতাংশ শয্যায় রোগী ভর্তি রয়েছে, যাদের মধ্যে এক-তৃতীয়াংশই করোনা রোগী।

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র