হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সাইবার হামলা নিয়ে রাশিয়াকে তাক করে বাইডেনের হুঁশিয়ারি

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা প্রতিরোধে ওয়াশিংটন যেকোনো ধরনের ব্যবস্থা নেবে। গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানায় হোয়াইট হাউস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল শুক্রবার পুতিনের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনে কথা বলেন জো বাইডেন। ফোনালাপের পর সাইবার হামলার কারণে রাশিয়াকে কোনো প্রকার ফল ভোগ করতে হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘হ্যাঁ’।

এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রে হওয়া ওই সাইবার হামলার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে বলে বাইডেন প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

পুতিনের সঙ্গে ফোনালাপের পর প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘যখন রুশ ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রে সাইবার হামলার ঘটনা ঘটে, তখন ওয়াশিংটন আশা করতেই পারে যে অপরাধীদের বিরুদ্ধে পুতিন প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।’

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। এরপর গত মাসে জেনেভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পর শুক্রবারই প্রথমবারের মতো উভয় নেতা ফোনে কথা বলেন।

যুক্তরাষ্ট্রে সাইবার হামলার সংখ্যা দিনদিন বাড়ছে। এমনকি সাম্প্রতিক একটি হামলা দেশটির ১ হাজার ৫০০ কোম্পানিকে অকার্যকর করে দিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার দুই নেতা একে অপরের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বললেন।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প