হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

১১ সন্তানের জনক মাস্ক মনে করেন, বুদ্ধিমানদেরই বাচ্চা নেওয়া উচিত

বিশ্বের জনসংখ্যা বাড়ুক তা চান টেসলা, স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে কেবল বুদ্ধিমান ব্যক্তিদেরই বাচ্চা নেওয়া উচিত বলে মনে করেন ১১ সন্তানের জনক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই ব্যক্তি। মাস্কের কোম্পানি নিউরালিংকের কর্মচারী শিভরন জিলিস এ তথ্য জানিয়েছেন। শিভরনের আরেক পরিচয়, তিনি মাস্কের যমজ সন্তানের মা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওয়াল্টার ইসাকসনের লেখা মাস্কের আত্মজীবনী ‘ইলন মাস্ক’ বাজারে আসতে যাচ্ছে ১২ সেপ্টেম্বর। বইটির রিভিউ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। আর সেখান থেকেই মাস্কের কথাটি উদ্ধৃত করেছেন শিভরন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শিভরনকে নিজের শুক্রাণু দান করার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। যাতে জিনগতভাবে বাচ্চাটি মাস্কের হয়।

প্রজনন বিষয়ে প্রায়ই বিতর্কিত মন্তব্য করে থাকেন ইলন মাস্ক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) তিনি বলেন, মানবসভ্যতার জন্য বৈশ্বিক উষ্ণতার চেয়েও বড় ঝুঁকি হচ্ছে বিশ্বে জন্মহার কমে যাওয়া।

গত আগস্ট মাসেও জনসংখ্যা সংকট নিয়ে একটি রিটুইট শেয়ার করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও জাপানে জনসংখ্যা হ্রাসের বিষয়টিকে তুলে ধরা হয়েছিল সেই পোস্টে। সেখানে আরও বলা হয়, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ায় প্রজনন হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, জনসংখ্যার পতন মানবসভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। টুইটটি পোস্ট করে মাস্ক লিখেছেন, ‘হ্যাঁ।’

গত বছরের জুলাইয়ে ইলন মাস্ক একটি পোস্টে বলেছিলেন, নিম্ন জনসংখ্যার সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে সহায়তা করতে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। এর এক মাস পরেই জন্ম নেয় মাস্কের তৃতীয় সন্তান।

সাবেক স্ত্রী, কানাডীয় লেখক জাস্টিন উইলসনের সঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেক্সান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। এসআইডিএস নামক রোগে আক্রান্ত হয়ে ১০ সপ্তাহ বয়সে মারা যান নেভাডা।

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি