হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দাবি পেদ্রো ক্যাস্তিলোর

ঢাকা: পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় দাবি করেছেন সমাজতান্ত্রিক প্রার্থী পেদ্রো ক্যাস্তিলো। দীর্ঘ ভোটের গণনা শেষে তাঁর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী কেইকো ফুজিমোরির চেয়ে ৪৪ হাজার ৫৮ ভোট এগিয়ে থাকায় তিনি এ দাবি করেন। তবে নির্বাচনের ফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। 

মঙ্গলবার ক্যাস্তিলো দুই হাত তোলা একটি ছবি আপলোড দিয়ে লিখেছেন ‘একটি নতুন সময় শুরু হয়েছে’। ছবির সঙ্গে বড় ফন্টে লেখা ‘প্রেসিডেন্ট’ এবং তাঁর নির্বাচনী প্রচারণার স্লোগান ‘ধনী দেশে আর কোনো দরিদ্র নয়’। একই সঙ্গে টুইটার প্রোফাইল আপডেট করেছেন পেদ্রো। লিখেছেন ‘পেরু প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইলেক্ট (২০২১-২০২৬)।’ 

 ৫১ বছর বয়সী প্রাক্তন এই শিক্ষকের আকস্মিক উত্থান পেরুর রাজনৈতিক ও ব্যবসায়িক অভিজাতদের হতাশ করেছে। তবে তাঁর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী এ নির্বাচনের ফল এখনো মেনে নিতে পারেননি। 

মঙ্গলবার পেরুর রাজধানী লিমায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে ফুজিমোরি ‘পেরুর গণতন্ত্রকে রক্ষার’ লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ব্যালট বাতিলের দাবিও তাঁর। 

তবে ক্যাস্তিলোর ফ্রি পেরু দল জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে লিমাতে থাকা আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন, নির্বাচন স্বচ্ছ হয়েছে।

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার