হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বন্যার পানিতে তলিয়ে গেল হাসপাতাল, ১৭ রোগীর মৃত্যু 

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট এবং অক্সিজেনের অভাবে কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালটিতে বন্যার পানি প্রবেশ করায় বিদ্যুৎ বিভ্রাট হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

মেক্সিকো সরকারের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, হিদালাগো রাজ্যের তুলা শহরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। 

একটি টুইট বার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, ১৭ জনের মৃত্যুতে আমি খুব দুঃখিত। 

মেক্সিকোর সামাজিক নিরাপত্তার বিষয়টি দেখভাল করা সংস্থা ম্যাক্সিকান ইনস্টিটিউট অব সোশ্যাল সিকিউরিটির প্রধান জো রোবেলদো বলেন, কয়েক মিনিটের মধ্যে হাসপাতালটি বন্যার পানিতে তলিয়ে যায়। পরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালটিতে অক্সিজেন সংকট দেখা দেয়। 

মেক্সিকোর স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের পর হাসপাতালটি থেকে ৫৬ জন রোগীকে সরিয়ে অন্য হাসপাতালে নেওয়া হয়। মৃতদের মধ্যে বেশ কয়েকজন করোনা রোগীও ছিলেন।

মেক্সিকো সরকার তুলা শহরের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেনাবাহিনী এবং বিদ্যুৎ বিভাগের কর্মীদের মোতায়েন করেছে। 

এদিকে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ইকাটেপেকে বন্যার পানিতে দুজনের মৃত্যু হয়েছে। 

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প