হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জ্বালিয়ে মারছে এক ব্যক্তি—অভিযোগ নিয়ে আদালতে টেইলর সুইফট

আজকের পত্রিকা ডেস্ক­

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট সম্প্রতি তাঁর বাড়িতে একাধিকবার অনুপ্রবেশকারী এক ব্যক্তির বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছেন। ব্রায়ান জেসন ওয়াগনার নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি গত প্রায় এক বছর ধরেই সুইফটের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে দাবি করে আসছেন।

আদালতে সুইফটের জমা দেওয়া বিবৃতিতে জানা যায়—২০২৪ সালের জুলাই মাসে প্রথমবার তাঁর বাড়িতে যান ব্রায়ান এবং ওই মাসেই তিনবার হাজির হন। প্রতিবারই সুইফটের নিরাপত্তা টিম তাঁকে বাধা দেয়। একবার তিনি একটি কাচের বোতল সঙ্গে নিয়ে এসেছিলেন, যা অস্ত্র হিসেবে ব্যবহারের উপযোগী ছিল বলে উল্লেখ করেন সুইফট।

বিবৃতিতে আরও বলা হয়—ব্রায়ান বারবার দাবি করেছেন তিনি সুইফটের বাড়িতে থাকেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং সুইফট নাকি তাঁর সন্তানের মা—যা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে সুইফট জানান।

সুইফটের নিরাপত্তা টিমের পক্ষ থেকে বলা হয়, ব্রায়ান জেলে থাকার সময় শতাধিকবার চিঠি ও ইমেইলের মাধ্যমে সুইফটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। এসব বার্তায় তিনি সুইফটের প্রতি গভীর মোহ প্রকাশ করেন এবং তাঁদের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। বিষয়টি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে, নিরাপত্তা টিম তাঁকে ‘বিপজ্জনক’ হিসেবে তালিকাভুক্ত করে।

ব্রায়ান সম্প্রতি আবারও সুইফটের বাড়িতে যান এবং জানান, তিনি একজন বন্ধুর খোঁজ নিতে এসেছেন। তখনই তদন্ত করে জানা যায়, তিনিই সেই ব্যক্তি যিনি ২০২৩ সালে জেলে ছিলেন এবং তখন থেকেই সুইফটকে নিয়মিত বার্তা পাঠিয়ে যাচ্ছেন।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হলো—ব্রায়ান নিজের ড্রাইভিং লাইসেন্সে সুইফটের লস অ্যাঞ্জেলেসের বাড়ির ঠিকানা যুক্ত করেছেন এবং সেটি ওই ঠিকানায় পাঠানোও হয়েছে।

সুইফট জানান, তিনি ব্রায়ানকে চেনেন না, কখনোই দেখা বা কথা হয়নি, এমনকি নিজের ঠিকানাও কখনো শেয়ার করেননি।

গত কয়েক সপ্তাহে সুইফটের স্টাফদের ২৬ টির বেশি ইমেইল পাঠিয়েছেন ব্রায়ান। এগুলোর ভাষা ছিল হুমকিস্বরূপ। এই পরিস্থিতি সুইফট ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

আদালত ৩০ জুন শুনানির দিন নির্ধারণ করেছেন। আপাতত ব্রায়ানের বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে, যাতে তিনি সুইফটের বাড়ি, গাড়ি ও কর্মস্থলে যেতে না পারেন। বিচারক যদি পূর্ণ নিষেধাজ্ঞা দেন, তবে সেটি ভঙ্গ করলে ব্রায়ানকে গ্রেপ্তার করা হতে পারে।

এটিই প্রথমবার নয়, এর আগেও সুইফটের প্রতি এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ উঠেছে। ২০২৪ সালে এক ব্যক্তি তাঁর নিউ ইয়র্কের বাড়িতে প্রায় ৩০ বার গিয়েছিলেন। ২০১৯ সালে এক ব্যক্তি সুইফটের রড আইল্যান্ডের বাড়ির কাছে গ্রেপ্তার হন। তাঁর ব্যাগে ছিল তালা ভাঙার ৩০ টির বেশি সরঞ্জাম।

মাদুরোর আগে সাদ্দামকে উৎখাত করে এই ডেল্টা ফোর্স

মাদুরোকে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত করল নিউইয়র্কের আদালত

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান—সর্বশেষ যা জানা গেল

যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার, ভেনেজুয়েলায় অভিযান আপাতত শেষ: রুবিও

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে সদ্য আঁকা যিশুর ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়