হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অর্থ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী এ মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম জিউয়িশ নিউজ সিন্ডিকেটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ মন্তব্য এমন একসময়ে এল, যখন দেশটির সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নতুন করে ভাবছে। একই ধরনের চিন্তাভাবনা করছে ইউরোপীয় দেশ যুক্তরাজ্যও। এমনকি ইসরায়েলের প্রতিবেশী দেশগুলোসহ প্রায় সব আরব দেশই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। সৌদি আরব শর্ত দিয়েছে, কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে।

নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিনিদের সঙ্গে একটি স্থায়ী বন্দোবস্ত-সংক্রান্ত আন্তর্জাতিক আহ্বানকে প্রত্যাখ্যান করে। এ ধরনের ব্যবস্থা কেবল দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে পৌঁছানো সম্ভব হবে এবং তা-ও হবে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই।’ 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একতরফা স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে। ৭ অক্টোবরের গণহত্যার পরিপ্রেক্ষিতে এই ধরনের স্বীকৃতি নজিরবিহীন সন্ত্রাসবাদের জন্য একটি বিশাল পুরস্কার হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের শান্তি বা মীমাংসার বিষয়টি আটকে দেবে।’ 

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া রাফাহে অভিযান পরিচালনায় ইসরায়েলের অগ্রসর হওয়া উচিত হবে না। বাইডেন আরও বলেছেন, গাজা উপত্যকার এই ছোট অঞ্চলে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি ফিলিস্তিনির নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। অন্যথায় সেখানে অভিযান চালানো যাবে না।

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ