হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিতসাগরে ডুবল মিসরের সাবমেরিন, ৬ পর্যটকের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

‘সিনবাদ’ নামের সাবমেরিনটিতে ক্রু সদস্য ছাড়াও ৪৫ জন রুশ পর্যটক ছিলেন। ছবি: সংগৃহীত

মিসরের লোহিতসাগরে রুশ পর্যটকবাহী একটি সাবমেরিন ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগরের উপকূলে হুরঘাদা শহরে কাছে এই দুর্ঘটনা ঘটে।

হুরঘাদার রুশ কনস্যুলেট জানিয়েছে, ‘সিনবাদ’ নামের সাবমেরিনটিতে ক্রু সদস্য ছাড়াও ৪৫ জন রুশ পর্যটক ছিলেন। কনস্যুলেট চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে তাঁরা রুশ কি না তা স্পষ্ট করেনি।

কনস্যুলেট আরও জানায়, জাহাজে থাকা বেশির ভাগ লোককে উদ্ধার করে হুরঘাদায় তাদের হোটেল ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশ কয়েকজন পর্যটক এখনো নিখোঁজ বলে জানিয়েছে কনস্যুলেট।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল ৪৫ জন যাত্রীর মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করেছে।

গত নভেম্বরে একটি পর্যটকবাহী নৌকা উঁচু ঢেউয়ের ধাক্কায় কয়েক মিনিটের মধ্যে ডুবে গেলে চারজনের মৃত্যু হয় এবং ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে গত বছরের জুনেও ঝড়ের কারণে একটি নৌকা ডুবে গিয়েছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ২০২৪ সালে ১৪.১ বিলিয়ন ডলারের পর্যটন রাজস্ব নিয়ে আফ্রিকায় প্রথম স্থানে রয়েছে, যা সুয়েজ খাল থেকে দেশটির আয়ের দ্বিগুণেরও বেশি। এটি দেশটির বিপর্যস্ত অর্থনীতিকে টিকিয়ে রাখতে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।

এ ছাড়া লোহিত সাগর প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য দর্শনার্থীদের কাছে বিখ্যাত এবং এটি মিসরের পর্যটন শিল্পের একটি প্রধান কেন্দ্র। রুশ পর্যটকদের কাছে এই অঞ্চলটি ব্যাপক জনপ্রিয়।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে