হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিতসাগরে ডুবল মিসরের সাবমেরিন, ৬ পর্যটকের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

‘সিনবাদ’ নামের সাবমেরিনটিতে ক্রু সদস্য ছাড়াও ৪৫ জন রুশ পর্যটক ছিলেন। ছবি: সংগৃহীত

মিসরের লোহিতসাগরে রুশ পর্যটকবাহী একটি সাবমেরিন ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগরের উপকূলে হুরঘাদা শহরে কাছে এই দুর্ঘটনা ঘটে।

হুরঘাদার রুশ কনস্যুলেট জানিয়েছে, ‘সিনবাদ’ নামের সাবমেরিনটিতে ক্রু সদস্য ছাড়াও ৪৫ জন রুশ পর্যটক ছিলেন। কনস্যুলেট চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে তাঁরা রুশ কি না তা স্পষ্ট করেনি।

কনস্যুলেট আরও জানায়, জাহাজে থাকা বেশির ভাগ লোককে উদ্ধার করে হুরঘাদায় তাদের হোটেল ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশ কয়েকজন পর্যটক এখনো নিখোঁজ বলে জানিয়েছে কনস্যুলেট।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল ৪৫ জন যাত্রীর মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করেছে।

গত নভেম্বরে একটি পর্যটকবাহী নৌকা উঁচু ঢেউয়ের ধাক্কায় কয়েক মিনিটের মধ্যে ডুবে গেলে চারজনের মৃত্যু হয় এবং ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে গত বছরের জুনেও ঝড়ের কারণে একটি নৌকা ডুবে গিয়েছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ২০২৪ সালে ১৪.১ বিলিয়ন ডলারের পর্যটন রাজস্ব নিয়ে আফ্রিকায় প্রথম স্থানে রয়েছে, যা সুয়েজ খাল থেকে দেশটির আয়ের দ্বিগুণেরও বেশি। এটি দেশটির বিপর্যস্ত অর্থনীতিকে টিকিয়ে রাখতে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।

এ ছাড়া লোহিত সাগর প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য দর্শনার্থীদের কাছে বিখ্যাত এবং এটি মিসরের পর্যটন শিল্পের একটি প্রধান কেন্দ্র। রুশ পর্যটকদের কাছে এই অঞ্চলটি ব্যাপক জনপ্রিয়।

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী