হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কুয়েত, তৃতীয় সৌদি আরব: গ্যালাপ  

মধ্যপ্রাচ্যের তিন দেশ কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ মানুষ শেষ রাতেও নিরাপদ বোধ করেছেন। গ্যালাপের সর্বশেষ বিশ্বব্যাপী নিরাপত্তা সমীক্ষায় এমন চিত্র উঠে এসেছে। 

সৌদি আরব-ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

গত ২৪ সেপ্টেম্বর মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ ‘গ্লোবাল সেফটি রিপোর্ট’ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ২০২৩ সালে কুয়েত জননিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ স্থান পেয়েছে। বিস্ময়করভাবে ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা নিজেদের শহর বা আবাসিক এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। 

একইভাবে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের উত্তরদাতারাও উচ্চস্তরের নিরাপত্তার কথা জানিয়েছেন। সৌদিতে ৯২ শতাংশ এবং আরব আমিরাতে ৯০ শতাংশ রাতে বাইরে বের হতে নিরাপদ বোধ করছেন। অন্য আরব দেশ বাহরাইন কিছুটা পিছিয়ে ৮৭ শতাংশে রয়েছে। 

গ্যালাপ সমীক্ষাটি ১৪০টি দেশ এবং অঞ্চল জুড়ে ১৫ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের নমুনা লক্ষ্য করে। 

প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের তিনটি দেশে উচ্চ পর্যায়ের নিরাপত্তার প্রতিবেদন প্রাথমিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগকে দায়ী করা হয়েছে। 

গ্যালাপের বার্ষিক নিরাপত্তা প্রতিবেদন অনুসারে, কুয়েত ২০২৩ সালে ১০০ টির মধ্যে ৯৮ স্কোর এবং ২০১৯ সাল থেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি হিসাবে অবস্থান ধরে রেখে আইনশৃঙ্খলা সূচকে সর্বোচ্চ স্থান পেয়েছে। 

কুয়েতে জরিপ করা প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ৪ শতাংশ হামলা এবং ১ শতাংশ চুরির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে জরিপে দেশটির বাসিন্দাদের পুলিশের প্রতি তাঁদের আস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়নি। 

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক ২০২৩ সালে নিজ এলাকায় শেষ রাতে নিরাপদ বোধ করেছে। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় এটি শতাংশ তাদের এলাকা সম্পর্কে একই রিপোর্ট করেছে। 

এই বছরের শুরুতে একাকী নারী ভ্রমণকারীদের জন্য সবচেয়ে নিরাপদ জি২০ দেশের তালিকায় স্থান পায় সৌদি আরব। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মদিনা পরপর তৃতীয় বছরের জন্য ইনসিউর মাই ট্রিপ কর্তৃক বিশ্বব্যাপী সর্বোচ্চ রেটিং পেয়েছে।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা