হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিনিকে হত্যার সংবাদ সংগ্রহে গিয়ে ইসরায়েলি দখলদারদের হামলার শিকার সিএনএনের সাংবাদিক

আজকের পত্রিকা ডেস্ক­

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে ফিলিস্তিনিরা। ছবি: আনাদোলু

অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের হামলায় মার্কিন মুসলিমের মৃত্যুর বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দখলদারদের হামলার শিকার হয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিনিধি জেরেমি ডায়মন্ড।

কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, নিহত ওই মার্কিন নাগরিক সাইফ মুসাল্লাতের বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন জেরেমি। সেসময় তাদের গাড়িতে হামলা চালায় ইসরায়েলি দখলদারেরা। সামাজিক মাধ্যম এক্সে সেই হামলা থেকে পালিয়ে বাঁচার অভিজ্ঞতা শেয়ার করেছেন ওই গণমাধ্যমকর্মী।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা সংবাদটি কভার করতে গিয়েছিলাম। এবং হঠাৎই আমার এবং আমার টীমের ওপর হামলা করা হয়। আমাদের গাড়ির পেছনের অংশ ও জানালা ভেঙে দিয়েছে তারা। আমরা কোনোমতে অক্ষত অবস্থায় সেখান থেকে পালাতে সক্ষম হই। এটাই পশ্চিম তীরের বাস্তবতা। সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতিদিন এই সহিংসতার মধ্যে দিয়ে যেতে হয়।’

এর আগে, গত শুক্রবার রামাল্লার উত্তরাঞ্চলীয় শহর সিনজিলে গত শুক্রবার সাইফুল্লাহ মুসাল্লাত (২০) নামে ওই মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করে ইসরায়েলি দখলদারেরা। মুসাল্লাত ছিলেন ফ্লোরিডার ট্যাম্পারের বাসিন্দা। পারিবারিক সূত্রে তিনি ফিলিস্তিনে এসেছিলেন। তাঁর চাচাতো বোন ফাতমাহ মোহাম্মদ জানিয়েছেন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনে গিয়েছিলেন সাইফুল্লাহ।

বিষয়টি সম্পর্কে মন্তব্য করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা পশ্চিম তীরে এক মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে অবগত।’ তবে নিহতের পরিবারের গোপনীয়তার কথা বলে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। হামলার সময় মোহাম্মদ শালাবি নামে আরও এক ফিলিস্তিনি গুলিতে নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের সহিংসতা বহুদিন ধরেই চলছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বসতির লোকজন প্রায়ই ফিলিস্তিনি পাড়া-মহল্লায় হামলা চালায়, ঘরবাড়ি ও গাড়ি পুড়িয়ে দেয়। এসব হামলায় ইসরায়েলি সেনারা তাদের নিরাপত্তা দেয়, আর প্রতিরোধ দেখালে ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল