হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২২৪ ইরানির প্রাণ কেড়েছে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন।

এ তথ্য রোববার ভোরে স্থানীয় সময় ২ টা ৩০ মিনিটে প্রকাশ করা হয়। এর আগে শনিবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১২৮। মাত্র একদিনের ব্যবধানে প্রায় ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর এলে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

ইসরায়েল ১৩ জুন ভোরে ইরানে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তাদের দাবি, এই হামলার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আইআরজিসি নেতাদের বাড়ি ও সামরিক স্থাপনা। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখন পর্যন্ত মানবিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে তারা স্পষ্টভাবে পিছিয়ে পড়েছে।

ইরানের বেশ কয়েকটি শহরে, বিশেষ করে তেহরান, কোম, হরমোজগান ও পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক এই হামলায় হতাহত হয়েছে। এর মধ্যে রয়েছে নারী ও শিশুদের মৃত্যুও।

বাড়তে থাকা মৃত্যুর এই সংখ্যা যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। ইরান ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের কাছে নিন্দা ও হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার