হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২২৪ ইরানির প্রাণ কেড়েছে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন।

এ তথ্য রোববার ভোরে স্থানীয় সময় ২ টা ৩০ মিনিটে প্রকাশ করা হয়। এর আগে শনিবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১২৮। মাত্র একদিনের ব্যবধানে প্রায় ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর এলে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

ইসরায়েল ১৩ জুন ভোরে ইরানে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তাদের দাবি, এই হামলার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আইআরজিসি নেতাদের বাড়ি ও সামরিক স্থাপনা। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখন পর্যন্ত মানবিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে তারা স্পষ্টভাবে পিছিয়ে পড়েছে।

ইরানের বেশ কয়েকটি শহরে, বিশেষ করে তেহরান, কোম, হরমোজগান ও পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক এই হামলায় হতাহত হয়েছে। এর মধ্যে রয়েছে নারী ও শিশুদের মৃত্যুও।

বাড়তে থাকা মৃত্যুর এই সংখ্যা যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। ইরান ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের কাছে নিন্দা ও হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত—গোপন নথি ফাঁস

গাজায় তীব্র শীতে ৬ শিশুর মৃত্যু, দেয়াল ধসে নিহত আরও ৫

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল