হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২২৪ ইরানির প্রাণ কেড়েছে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছেন।

এ তথ্য রোববার ভোরে স্থানীয় সময় ২ টা ৩০ মিনিটে প্রকাশ করা হয়। এর আগে শনিবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১২৮। মাত্র একদিনের ব্যবধানে প্রায় ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর এলে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

ইসরায়েল ১৩ জুন ভোরে ইরানে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তাদের দাবি, এই হামলার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আইআরজিসি নেতাদের বাড়ি ও সামরিক স্থাপনা। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখন পর্যন্ত মানবিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে তারা স্পষ্টভাবে পিছিয়ে পড়েছে।

ইরানের বেশ কয়েকটি শহরে, বিশেষ করে তেহরান, কোম, হরমোজগান ও পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক এই হামলায় হতাহত হয়েছে। এর মধ্যে রয়েছে নারী ও শিশুদের মৃত্যুও।

বাড়তে থাকা মৃত্যুর এই সংখ্যা যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। ইরান ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের কাছে নিন্দা ও হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে