হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহত

হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ। ছবি: এএফপি

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।

আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজাজি জানান, এর আগেও মোহাম্মদ আফিফ স্থানীয় ও আঞ্চলিক মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি হুমকি পেয়েছিলেন।

তিনি বলেন, ‘যারা ইসরায়েলের অত্যাচারের প্রকৃত সত্য উন্মোচন করে, তাঁরাই তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মোহাম্মদ আফিফ ছিলেন এমন একজন। এভাবে হত্যা করে তাঁরা আমাদের প্রতিরোধ আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।’

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা বাঁচি বা না বাঁচি, আমরা যেকোনো মূল্যে তাদের প্রতিরোধ করব।’

হিজাজি জোর দিয়ে বলেন, ‘আফিফ যোদ্ধা নন, একজন গণমাধ্যম কর্মী ছিলেন। তিনি হিজবুল্লাহর কোনো সামরিক ইউনিটের নেতৃত্ব দিতেন না। তিনি আমাদের একটি মিডিয়া ইউনিটের প্রধান ছিলেন।’

আলি হিজাজি জানান, যে ভবনটিতে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় সেটি বাথ পার্টির মালিকানাধীন ছিল। তবে হামলার সময় ভবনে কোনো বেসামরিক লোক ছিল না। চলমান যুদ্ধের সময় এই ভবনটিতে শুধু দলীয় সভা অনুষ্ঠিত হয়েছিল।

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না রিয়াদ

ইরানের হুমকির পর মার্কিন কর্মীদের কাতারের ঘাঁটি ছাড়ার পরামর্শ

ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের

‘আমার পা আমার আগেই বেহেশতে চলে গেছে’

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত—গোপন নথি ফাঁস

গাজায় তীব্র শীতে ৬ শিশুর মৃত্যু, দেয়াল ধসে নিহত আরও ৫

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে