হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহত

হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ। ছবি: এএফপি

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।

আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজাজি জানান, এর আগেও মোহাম্মদ আফিফ স্থানীয় ও আঞ্চলিক মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি হুমকি পেয়েছিলেন।

তিনি বলেন, ‘যারা ইসরায়েলের অত্যাচারের প্রকৃত সত্য উন্মোচন করে, তাঁরাই তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মোহাম্মদ আফিফ ছিলেন এমন একজন। এভাবে হত্যা করে তাঁরা আমাদের প্রতিরোধ আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।’

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা বাঁচি বা না বাঁচি, আমরা যেকোনো মূল্যে তাদের প্রতিরোধ করব।’

হিজাজি জোর দিয়ে বলেন, ‘আফিফ যোদ্ধা নন, একজন গণমাধ্যম কর্মী ছিলেন। তিনি হিজবুল্লাহর কোনো সামরিক ইউনিটের নেতৃত্ব দিতেন না। তিনি আমাদের একটি মিডিয়া ইউনিটের প্রধান ছিলেন।’

আলি হিজাজি জানান, যে ভবনটিতে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় সেটি বাথ পার্টির মালিকানাধীন ছিল। তবে হামলার সময় ভবনে কোনো বেসামরিক লোক ছিল না। চলমান যুদ্ধের সময় এই ভবনটিতে শুধু দলীয় সভা অনুষ্ঠিত হয়েছিল।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল