ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদলু এজেন্সি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় মঙ্গলবার (৯ মে) অন্তত ১৫ জন নিহত হয়েছে। আর বুধবার (১০ মে) নিহত হয়েছে আরও ৬ ফিলিস্তিনি। বুধবারের হামলায় নিহতদের মধ্যে ইসলামিক জিহাদ গ্রুপের তিন নেতা ও তাঁদের স্ত্রী-সন্তান রয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনীর রকেট হামলার বিপরীতে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে। তবে কারও গুরুতর আহত হওয়ার খবর জানা যায়নি। অধিকাংশ রকেটই প্রতিহত করেছে ইসরায়েল।
ফিলিস্তিনে হামাসের পর ইসলামিক জিহাদ দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী। ইসলামিক জিহাদ জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের তিনজন নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন জিহাদ আল-ঘান্নাম, খালিল আল-বাহতিনি ও তারিক ইজ আদ-দ্বীন। ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।