হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি অভিযান শুরুর পর আলোচনার প্রস্তাব দিল হামাস

আজকের পত্রিকা ডেস্ক­

‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ শুরুর আগে ইসরায়েল-গাজা সীমান্তে প্রস্তুত আইডিএফ। ছবি: রয়টার্সের সৌজন্যে

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, দোহায় বন্দিবিনিময় চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার অভিপ্রায় ব্যক্ত করেছে হামাসের প্রতিনিধিদল। প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানান, গাজায় আইডিএফের অভিযান (অপারেশন গিদিওনস চ্যারিয়ট) শুরুর পরপরই এমন প্রস্তাব দেয় হামাস। তিনি বলেন, ‘এটি তাদের এত দিনের অসহযোগী অবস্থানের বিপরীত।’

হামাসের একজন শীর্ষ নেতা তাহের আল-নোনো রয়টার্সকে নিশ্চিত করেছেন, দোহায় ইসরায়েলের সঙ্গে নতুন দফায় আলোচনা শুরু হয়েছে। তাহের আল-নোনো জানান, উভয় পক্ষ কোনো ‘পূর্বশর্ত’ ছাড়াই সব বিষয় নিয়ে আলোচনা করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিনিধিদল শনিবার রাত পর্যন্ত কাতারে থাকবে। প্রস্তাবিত চুক্তিতে ১০ জন বন্দী মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

মে মাসের শুরুতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগে হামাস যদি ইসরায়েলের প্রস্তাবে রাজি না হয়, তবে গাজায় সামরিক অভিযান সম্প্রসারিত করা হবে। এর পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ।’ ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরু করার পর গতকাল শুক্রবার সকাল থেকে এই প্রতিবেদন লেখার কিছু সময় আগ পর্যন্ত অন্তত ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

ওয়াল্লার প্রতিবেদনে একটি বিদেশি সূত্র জানায়, সম্প্রতি কাতারের মধ্যস্থতাকারীরা দোহায় অনুষ্ঠিত আলোচনায় খুবই হতাশ। জেরুজালেম পোস্ট একজন ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দোহায় গাজা চুক্তি নিয়ে প্রথম তিন দিনের আলোচনায় কোনো অগ্রগতিই হয়নি।

গাজায় চলমান সংঘাতে বন্দিবিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। ইসরায়েল ও হামাসের মধ্যে কাতার ও মিসরের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। সম্প্রতি হামাসের আমেরিকান-ইসরায়েলি বন্দী এদান আলেকজান্ডারের মুক্তি একটি ‘উইন্ডো অব অপরচুনিটি’ বা সম্ভাবনার দ্বার তৈরি করেছে বলে করছেন ইসরায়েলি কর্মকর্তারা।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি