হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুবাই থেকে ব্যাগভর্তি হিরার গয়না আনলেন বাংলাদেশি, অতঃপর যা ঘটল...

আজকের পত্রিকা ডেস্ক­

একটি গয়না প্রদর্শনীতে গিয়ে ব্যাগটি হারিয়ে ফেলেন এক ব্যবসায়ী। ছবি: গালফ নিউজের সৌজন্যে

এক বাংলাদেশি যাত্রী দুবাই থেকে দেশে ফিরে দেখেন তাঁর সঙ্গের একটি ব্যাগ আসলে তাঁর নয়! সেই ব্যাগে আবার বিপুল পরিমাণ হিরার গয়না! পরে অবশ্য দুবাই ও বাংলাদেশ পুলিশের সহযোগিতায় সেই গয়না ফেরত পান প্রকৃত মালিক।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত হয় যখন দুবাই-প্রবাসী একজন গয়না ব্যবসায়ী একটি প্রদর্শনীতে অংশ নিতে জিসিসিভুক্ত একটি দেশে যান। তাঁর সঙ্গে প্রায় ১১ লাখ দিরহাম (৩ কোটি ৬৮ লাখ প্রায়) মূল্যের হিরার গয়না ভর্তি চারটি ব্যাগ ছিল। গন্তব্যে পৌঁছে তিনি হতবাক হয়ে দেখেন, হাতের একটি ব্যাগ তাঁর নিজের নয়।

পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে, ওই গয়না ব্যবসায়ী সেদিনই সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসেন এবং বিমানবন্দর নিরাপত্তা বিভাগে রিপোর্ট করেন। তাৎক্ষণিকভাবে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তে জানা যায়, নিরাপত্তা তল্লাশির সময় একজন বাংলাদেশি যাত্রী ভুলবশত গয়না ব্যবসায়ীর ব্যাগটি নিয়ে নিয়েছিলেন। ব্যাগ দুটি দেখতে প্রায় একই রকম হওয়ায় এই বিভ্রান্তি ঘটেছিল। এরপর ওই বাংলাদেশি যাত্রী নিজের মনে করে ব্যাগটি নিয়ে বাংলাদেশে চলে আসেন। আর গয়না ব্যবসায়ী অজান্তেই ওই ব্যক্তির একই রকম দেখতে ব্যাগটি নিয়ে নেন।

দুবাই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এবং সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি সমন্বয় করে জুয়েলারি ব্যাগটি সফলভাবে খুঁজে বের করা হয়। পরে সেটি সংযুক্ত আরব আমিরাতে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

গয়না ব্যবসায়ী দুবাই পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের অসাধারণ মনোযোগ এবং মানুষকে খুশি করার আন্তরিক অঙ্গীকার সত্যিই প্রশংসার ঊর্ধ্বে।’

দুবাই পুলিশ বাংলাদেশি কর্তৃপক্ষের ‘চমৎকার’ সহযোগিতারও প্রশংসা করেছে।

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ