হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুবাই থেকে ব্যাগভর্তি হিরার গয়না আনলেন বাংলাদেশি, অতঃপর যা ঘটল...

আজকের পত্রিকা ডেস্ক­

একটি গয়না প্রদর্শনীতে গিয়ে ব্যাগটি হারিয়ে ফেলেন এক ব্যবসায়ী। ছবি: গালফ নিউজের সৌজন্যে

এক বাংলাদেশি যাত্রী দুবাই থেকে দেশে ফিরে দেখেন তাঁর সঙ্গের একটি ব্যাগ আসলে তাঁর নয়! সেই ব্যাগে আবার বিপুল পরিমাণ হিরার গয়না! পরে অবশ্য দুবাই ও বাংলাদেশ পুলিশের সহযোগিতায় সেই গয়না ফেরত পান প্রকৃত মালিক।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত হয় যখন দুবাই-প্রবাসী একজন গয়না ব্যবসায়ী একটি প্রদর্শনীতে অংশ নিতে জিসিসিভুক্ত একটি দেশে যান। তাঁর সঙ্গে প্রায় ১১ লাখ দিরহাম (৩ কোটি ৬৮ লাখ প্রায়) মূল্যের হিরার গয়না ভর্তি চারটি ব্যাগ ছিল। গন্তব্যে পৌঁছে তিনি হতবাক হয়ে দেখেন, হাতের একটি ব্যাগ তাঁর নিজের নয়।

পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে, ওই গয়না ব্যবসায়ী সেদিনই সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসেন এবং বিমানবন্দর নিরাপত্তা বিভাগে রিপোর্ট করেন। তাৎক্ষণিকভাবে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তে জানা যায়, নিরাপত্তা তল্লাশির সময় একজন বাংলাদেশি যাত্রী ভুলবশত গয়না ব্যবসায়ীর ব্যাগটি নিয়ে নিয়েছিলেন। ব্যাগ দুটি দেখতে প্রায় একই রকম হওয়ায় এই বিভ্রান্তি ঘটেছিল। এরপর ওই বাংলাদেশি যাত্রী নিজের মনে করে ব্যাগটি নিয়ে বাংলাদেশে চলে আসেন। আর গয়না ব্যবসায়ী অজান্তেই ওই ব্যক্তির একই রকম দেখতে ব্যাগটি নিয়ে নেন।

দুবাই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এবং সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি সমন্বয় করে জুয়েলারি ব্যাগটি সফলভাবে খুঁজে বের করা হয়। পরে সেটি সংযুক্ত আরব আমিরাতে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

গয়না ব্যবসায়ী দুবাই পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের অসাধারণ মনোযোগ এবং মানুষকে খুশি করার আন্তরিক অঙ্গীকার সত্যিই প্রশংসার ঊর্ধ্বে।’

দুবাই পুলিশ বাংলাদেশি কর্তৃপক্ষের ‘চমৎকার’ সহযোগিতারও প্রশংসা করেছে।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের