হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের ৫ দেশে ঈদুল ফিতর কবে, জানা গেল

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন-তারিখ নিশ্চিত করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উপসাগরীয় অঞ্চলের পাঁচ দেশ। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত বাহরাইন ও সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল সোমবারই মুসলিম বিশ্বের দেশগুলো শাওয়াল মাসের চাঁদ তথা ঈদুল ফিতরের চাঁদ তালাশ করেছে। কিন্তু মুসলিম বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় এবারের রমজান মাস পূর্ণ হতে যাচ্ছে ৩০ দিনে। আর সেই বিবেচনায় আগামী ১০ এপ্রিল তথা বুধবার মুসলিম বিশ্বের বেশির ভাগ অংশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। 

সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে গতকাল সোমবার ঈদুল ফিতর তথা শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) হবে রমজান মাসের শেষ দিন। এ কারণে, আগামী ১০ এপ্রিল বুধবার এই দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। 

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের সংযমের মাস হিসেবে চিহ্নিত রমজানের সমাপ্তি ঘটে। এ হিসাবে আজ চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার শুরু হবে শাওয়াল মাস। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদ্‌যাপন করে মুসলিম সম্প্রদায়। 

সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ঈদ উদ্‌যাপিত হয়। তবে গত বছর সৌদি আরবের সঙ্গে কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একই দিনে ঈদুল ফিতর উদ্‌যাপন করলেও এক দিন পর ঈদ উদ্‌যাপন করেছিল ওমান। 

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার দেশে ঈদ উদ্‌যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে বৃহস্পতিবার। অর্থাৎ বাংলাদেশেও রমজান মাস ৩০ পূর্ণ করবে।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’