হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আল-আকসায় ইসরায়েলি দাঙ্গা পুলিশের হামলা, দেড় শতাধিক আহত

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ শুক্রবার ইসরায়েলি দাঙ্গা পুলিশ ও ফিলিস্তিনি মুসল্লিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে এ অঞ্চলে আরও বড় সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি পুলিশের রাবার বুলেট, স্টান গ্রেনেড ও লাঠিপেটার কারণে বেশির ভাগ ফিলিস্তিনি আহত হয়েছেন। 

গত দুই সপ্তাহ ধরে আরব স্ট্রিটে কয়েকটি মারাত্মক হামলার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এর মধ্যে পবিত্র মসজিদ আল-আকসার প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটল। 

ইসরায়েলের পুলিশ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার ভোরে নামাজের পর শত শত ফিলিস্তিনি আল-আকসার নিকটবর্তী ইহুদিদের প্রার্থনাস্থান লক্ষ্য করে ইট-পাটকেল, পাথর ছুড়তে শুরু করে। ওই জায়গায় আগে থেকেই ইসরায়েলের পুলিশ বাহিনী অবস্থান করছিল। পুলিশ বাহিনী তখন আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে এবং মুসল্লিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষের সৃষ্টি হয় এবং তিনজন ইসরায়েলি পুলিশ আহত হন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মুখপাত্র এক টুইটে বলেছেন, ‘পুলিশ কয়েক শ ফিলিস্তিনিকে আটক করেছে।’ 

নাফতালি বেনেট বলেছেন, ‘আমরা আল-আকসা এবং সমগ্র ইসরায়েলে শান্তি পুনরুদ্ধারের জন্য কাজ করছি। আমাদের নিরাপত্তা বাহিনী যেকোনো অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত আছে।’ 

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসার সহিংসতার কথা উল্লেখ করে বলেছে, ‘এই সহিসংতার জন্য ইসরায়েল সরাসরি দায়ী।’ 

এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেছেন, ‘আল-আকসায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করতে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন।’ 

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত