হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আল-আকসায় ইসরায়েলি দাঙ্গা পুলিশের হামলা, দেড় শতাধিক আহত

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ শুক্রবার ইসরায়েলি দাঙ্গা পুলিশ ও ফিলিস্তিনি মুসল্লিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে এ অঞ্চলে আরও বড় সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি পুলিশের রাবার বুলেট, স্টান গ্রেনেড ও লাঠিপেটার কারণে বেশির ভাগ ফিলিস্তিনি আহত হয়েছেন। 

গত দুই সপ্তাহ ধরে আরব স্ট্রিটে কয়েকটি মারাত্মক হামলার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এর মধ্যে পবিত্র মসজিদ আল-আকসার প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটল। 

ইসরায়েলের পুলিশ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার ভোরে নামাজের পর শত শত ফিলিস্তিনি আল-আকসার নিকটবর্তী ইহুদিদের প্রার্থনাস্থান লক্ষ্য করে ইট-পাটকেল, পাথর ছুড়তে শুরু করে। ওই জায়গায় আগে থেকেই ইসরায়েলের পুলিশ বাহিনী অবস্থান করছিল। পুলিশ বাহিনী তখন আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে এবং মুসল্লিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষের সৃষ্টি হয় এবং তিনজন ইসরায়েলি পুলিশ আহত হন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মুখপাত্র এক টুইটে বলেছেন, ‘পুলিশ কয়েক শ ফিলিস্তিনিকে আটক করেছে।’ 

নাফতালি বেনেট বলেছেন, ‘আমরা আল-আকসা এবং সমগ্র ইসরায়েলে শান্তি পুনরুদ্ধারের জন্য কাজ করছি। আমাদের নিরাপত্তা বাহিনী যেকোনো অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত আছে।’ 

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসার সহিংসতার কথা উল্লেখ করে বলেছে, ‘এই সহিসংতার জন্য ইসরায়েল সরাসরি দায়ী।’ 

এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেছেন, ‘আল-আকসায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করতে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন।’ 

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন