হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গ্রেটা থুনবার্গের গাজামুখী জাহাজে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের

আজকের পত্রিকা ডেস্ক­

গত রোববার ইতালি থেকে যাত্রা করেছে গ্রেটা থুনবার্গের জাহাজ। ছবি: দ্য টাইমস

ইসরায়েলি অবরোধের প্রতিবাদে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ গ্রেটা থুনবার্গসহ একদল কর্মী গাজা অভিমুখে যাত্রা করেছেন। এই যাত্রাকে কেন্দ্র করে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, তারা প্রয়োজনে ওই জাহাজে অভিযান চালাবে।

আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, ইতালির একটি বন্দর থেকে গত রোববার ১২ জন কর্মীসহ ‘ম্যাডলিন’ নামের একটি পালতোলা নৌকায় করে গাজার উদ্দেশে রওনা দেন সুইডেনের ২২ বছর বয়সী থুনবার্গ। তাদের সঙ্গে রয়েছে ‘প্রতীকী পরিমাণ’ সাহায্যসামগ্রী, বিশেষ করে দুধ ও প্রোটিন বার।

এই অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতির জন্য আমরাও প্রস্তুত। আমরা বিগত বছরগুলোতে অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেই অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা নেব।’

ডেফরিন বিস্তারিত কিছু না বললেও ২০১০ সালের ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানের কথা ইঙ্গিত করেছেন। সে সময় তুরস্কের কর্মীবাহী ওই জাহাজে অভিযান চালিয়ে ৯ জনকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী।

এবারও ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে পরিচালিত হচ্ছে গ্রেটা থুনবার্গের যাত্রা। সংগঠনটি এই যাত্রাকে ইসরায়েলের অবৈধ অবরোধ ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ এবং সরাসরি কর্মসূচি হিসেবে বর্ণনা করছে।

গ্রেটা থুনবার্গ বলেছেন, ‘আমরা জানি, পরিস্থিতি কঠিন। কিন্তু চেষ্টা না করলে মানবতা রক্ষা করা সম্ভব নয়। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।’ বর্তমানে জাহাজটি ক্রিট দ্বীপের পশ্চিমে অবস্থান করছে।

এদিকে, মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে গাজায় তিন মাসের কঠোর অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এতে আন্তর্জাতিক চাপ বেড়েছে। ব্রিটেন, কানাডা ও ফ্রান্স সামরিক অভিযান বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ব্রিটেন ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান