হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জেরুজালেমে ফের গুলি, ১৩ বছরের ফিলিস্তিনি আটক

পূর্ব জেরুজালেমের একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে সাতজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এতে আহত হন তিনজন। ২৪ ঘণ্টা না পেরোতেই জেরুজালেমে ফের গুলির ঘটনা ঘটেছে। এ হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী ‘১৩ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর’ বলে দাবি করেছে ইসরায়েল। 

শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ওই কিশোরকে আটক করা হয়েছে। দুই পৃথক হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৪২ জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। 

ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র বলেছেন, জেরুজালেমের ওল্ড সিটির ঠিক বাইরে সিলওয়ান এলাকায় শনিবার এ হামলার ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর আহত হন। আহতরা সম্পর্কে বাবা-ছেলে। তাদের শরীরের উপরিভাগে গুলি লেগেছে। 

এদিকে সিনাগগ পরিদর্শনে গিয়ে ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাই বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে যত হামলা হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। 

পুলিশ জানিয়েছে, ইসরায়েলি উপাসকেরা ওই সিনাগগে প্রার্থনার জন্য সমবেত হয়েছিলেন। হঠাৎ একজন বন্দুকধারী সেখানে গুলি চালাতে শুরু করে। পরে পুলিশ কর্মকর্তারা তাঁকে গুলি করে হত্যা করেছেন। 

বন্দুকধারী ওই ব্যক্তি একটি সাদা রঙের গাড়িতে চেপে এসেছিলেন বলেও জানিয়েছে পুলিশ। ফরেনসিক দলগুলো গাড়িটির তদন্ত করছে। 

এদিকে ফিলিস্তিনের বিদ্রোহী গোষ্ঠীগুলো এই হামলার প্রশংসা করেছে। পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করে এই হামলা উদ্যাপন করেছে। তবে ফিলিস্তিনি কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেছেন, ‘বন্দুকধারী ব্যক্তিটি দৌড়ে পালানোর চেষ্টা করেছিল। পুলিশ তাকে পেছন থেকে ধাওয়া করে এবং গুলি করতে থাকে।’ 

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের এই বন্দুক হামলার ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এই ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।’ হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সমর্থনের প্রস্তাব দিয়েছেন। 

হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের