হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি সামরিকশিল্পে সাইবার হামলা, দাবি হ্যাকারদের

আজকের পত্রিকা ডেস্ক­

তৃতীয় পক্ষের সাইবার সিকিউরিটি সেবাদানকারী সংস্থার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছে হ্যাকটিভিস্ট গ্রুপ সাইবারইসনাদফ্রন্ট।

গ্রুপটি তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা সম্পর্কিত তথ্য হাতে পেয়েছে। তারা এই তথ্যগুলোকে ভবিষ্যতের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাইবারইসনাদফ্রন্ট বেশ কয়েকটি সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এর মধ্যে একটি হামলায় তারা ব্যাপক সামরিক যোগাযোগ অবকাঠামো অচল করে দেওয়ার দাবি করে।

সত্য হলে, এ ধরনের সাইবার হামলা ইসরায়েল-ইরান সংঘাতে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে। সামরিক হামলার পাশাপাশি সাইবার যুদ্ধও এখন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

এর আগে ইসরায়েলের সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, বেসরকারি সিসিটিভি ব্যবস্থা হ্যাক করে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে ইরান। এই কৌশল আগেও হামাস ও রাশিয়া বিভিন্ন সংঘাতে ব্যবহার করেছে।

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে সাইবার আক্রমণের সংখ্যাও বেড়ে গেছে। ইসরায়েলপন্থী হ্যাকার গ্রুপ ‘প্রিডেটরি স্প্যারো’ ইরানের একটি প্রধান ব্যাংক ও একটি ক্রিপ্টো এক্সচেঞ্জে সাইবার আক্রমণের দায় স্বীকার করেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ইসরায়েল দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালিয়েছে।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র