হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি সামরিকশিল্পে সাইবার হামলা, দাবি হ্যাকারদের

আজকের পত্রিকা ডেস্ক­

তৃতীয় পক্ষের সাইবার সিকিউরিটি সেবাদানকারী সংস্থার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছে হ্যাকটিভিস্ট গ্রুপ সাইবারইসনাদফ্রন্ট।

গ্রুপটি তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা সম্পর্কিত তথ্য হাতে পেয়েছে। তারা এই তথ্যগুলোকে ভবিষ্যতের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাইবারইসনাদফ্রন্ট বেশ কয়েকটি সাইবার হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এর মধ্যে একটি হামলায় তারা ব্যাপক সামরিক যোগাযোগ অবকাঠামো অচল করে দেওয়ার দাবি করে।

সত্য হলে, এ ধরনের সাইবার হামলা ইসরায়েল-ইরান সংঘাতে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে। সামরিক হামলার পাশাপাশি সাইবার যুদ্ধও এখন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

এর আগে ইসরায়েলের সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, বেসরকারি সিসিটিভি ব্যবস্থা হ্যাক করে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে ইরান। এই কৌশল আগেও হামাস ও রাশিয়া বিভিন্ন সংঘাতে ব্যবহার করেছে।

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে সাইবার আক্রমণের সংখ্যাও বেড়ে গেছে। ইসরায়েলপন্থী হ্যাকার গ্রুপ ‘প্রিডেটরি স্প্যারো’ ইরানের একটি প্রধান ব্যাংক ও একটি ক্রিপ্টো এক্সচেঞ্জে সাইবার আক্রমণের দায় স্বীকার করেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ইসরায়েল দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালিয়েছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে