হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হামলায় নিহত ইরানি কমান্ডার-বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শনিবার

আজকের পত্রিকা ডেস্ক­

তিন সন্তান ও স্ত্রীর সঙ্গে ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী সাইয়্যেদ মোস্তাফা সাদাতি-আরমাকি। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের আগামী শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে ইসরায়েলের হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের জানাজা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে জানাজার আয়োজন।

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যে গত ১৩ জুন ইরানি ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েল। নাতানজ, ফোরদো, ইস্পাহানের মতো পারমাণবিক কেন্দ্রগুলোসহ ইরান সরকারের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো হয় অভিযান। হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিলেন ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানীর।

ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ১২ দিন ধরে চলমান এই সংঘাতে নিহত হয়েছেন দেশটির ১৪ পরমাণুবিজ্ঞানী।

ইসরায়েল দাবি করেছিল, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তাই তাদের থামাতে এই হামলা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছিল। যদিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে, এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে বেশ সময় লাগবে তেহরানের।

ইসরায়েলের ওই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে তেহরানও। তাদের ভাষ্য—পারমাণবিক অস্ত্র তৈরি করছে না ইরান। তারা কেবলই বেসামরিক স্বার্থে পারমাণবিক কার্যক্রম চালায়। এবং এই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে অভিহিত করে তারা। পরে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান সরকার।

দুই দেশের সংঘাতের মাঝে গত ২২ জুন সক্রিয়ভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্রও। ইরানের তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বি-২ বোমারু বিমান এবং টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। কেন্দ্রগুলোতে বাঙ্কার বাস্টার বোমা ফেলে তারা। চুপ করে বসে ছিলা না ইরানও। জবাবে কাতার, ইরাক, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরানি প্রশাসন।

অবশেষে, নানা নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান-ইসরায়েল।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি