হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গতকাল রোববারও প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ ফিলিস্তিনি। এর মধ্যে ব্যস্ত একটি বাজার ও একটি পানি সরবরাহ কেন্দ্রে চালানো হামলায় নিহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গাজায় চলমান যুদ্ধের মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে, আহত দেড় লাখ ছুঁইছুঁই।

কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা শহরের একটি বাজারে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে আছেন গাজার খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিলও। একইদিনে মধ্য গাজার নুসেইরাহ শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান আরও অন্তত ১০ জন। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজনই শিশু। তারা পানির জন্য লাইনে দাঁড়িয়েছিল।

নুসেইরাহ হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সাফাই—তাদের লক্ষ্য ছিল একজন হামাস, তবে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও তাদের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গাজা শহরের বাজারে হামলা নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। চলমান অবরোধের কারণে মানবিক বিপর্যয়ে পড়েছে গাজার ২১ লাখ মানুষ। এদিকে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) তথ্যমতে, অপুষ্টিতে ভুগে নিহত হয়েছে আরও এক শিশু।

নেদারল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক জেসিকা ডরসি বলেন, ‘যুদ্ধের সময় ভুল হতে পারে, তবে গত ২১ মাসে ধারাবাহিকভাবে যে হারে বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে এসব হামলাকে নিছক ‘ভুল’ বলা যায় না। যেসব প্রযুক্তি ইসরায়েলের আছে, তা দিয়ে নিখুঁত হামলা চালানোর কথা, কিন্তু আমরা দেখছি এর উল্টোটা। প্রায়ই তারা ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এটি কেবলই দায়িত্বজ্ঞানহীনতা। এটাই কি তাহলে তাদের রণনীতি?’

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে