হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আইন মেনেই ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে: ইরান

ইরানের সংসদে অনুমোদিত কাঠামো অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির নিউক্লিয়ার প্রধান মোহাম্মদ এসলামি। পরমাণু সমৃদ্ধকরণের বিষয়ে প্রশ্ন করা হলে আজ রোববার তিনি এ কথা বলেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান এসলামি আইনের কথা উল্লেখ করে বলেন, ‘কৌশলগত আইনি কাঠামো অনুযায়ী আমাদের পরমাণু সমৃদ্ধের প্রক্রিয়া চলছে।’

চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ইরান ইউরেনিয়াম মজুত উল্লেখযোগ্য হারে কমিয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ নিয়েও ফের আলোচনা শুরু হতে পারে। 

 ২০২০ সালে ইরানের সংসদে একটি আইন পাস হয়। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। বলা হয়, অন্য দেশ যদি ২০১৫ সালে পারমাণবিক চুক্তি না মানে তাহলে মজুত বাড়াবে দেশটি। 

 ২০১৮ সালে চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া জোরদার করে ইরান।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’