হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় যুদ্ধবিরতিতে রাজি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই চলবে

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি দেওয়া হলেও তা লেবানন–ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর জন্য প্রযোজ্য হবে না। গতকাল শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ত এ ঘোষণা দিয়েছেন বলে সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

টাইমস অব ইসরায়েলে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘হিজবুল্লাহ যদি ভেবে থাকে, দক্ষিণে যুদ্ধবিরতি চললে তাদের সঙ্গেও যুদ্ধ বন্ধ থাকবে, তবে তারা বিরাট ভুল করছে।’ 

গালান্ত বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এমন কোনো পরিস্থিতিতে না পৌঁছাচ্ছে যেখানে (ইসরায়েলের) উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা থামব না। কূটনৈতিকভাবে হোক বা সামরিক উপায়ে, নিরাপত্তা ফিরিয়ে আনার পরই আমরা শান্ত হব।’ 

এর আগে গত ডিসেম্বরে গালান্ত হিজবুল্লাহকে দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপারে পাঠিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব অনুসারে হিজবুল্লাহকে একটি আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে লিতানির বাইরে ঠেলে দিয়ে বাসিন্দাদের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।’ 

এমনকি গত মাসে এ প্রস্তাব পুরোপুরি বাস্তবায়িত করতে প্রস্তুত বলে জানায় লেবানন সরকার। 

গত ৮ জানুয়ারি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বউ হাবিব বলেন, ‘প্রস্তাব ১৭০১ পুরোপুরি কার্যকর করতে লেবানন প্রস্তুত। এর পরিবর্তে ইসরায়েলকে দখলকৃত লেবানন ভূমিকে মুক্ত করতে হবে এবং লেবাননের সার্বভৌমত্বে আঘাত করা বন্ধ করতে হবে।’ 

রেজুলেশনে ইসরায়েলের সহিংসতা সম্পূর্ণরূপে বন্ধ করার ও দক্ষিণ লেবানন দখলমুক্ত করার আহ্বান জানানো হয়েছে। 

গত অক্টোবর থেকেই লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাল্টাপাল্টি হামলা চলছে। ২০০৬ সালের সর্বাত্মক যুদ্ধের পর এই প্রথম দুই পক্ষ এমন মাত্রার লড়াইয়ে জড়াল। 

গত ৭ অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই লেবানন–ইসরায়েল সীমান্তে উত্তেজনা শুরু হয়। গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৭ হাজার ১৩১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬৬ হাজার ২৮৭ জন।

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ