হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চোখের পানি শুকিয়ে গেছে, শোক প্রকাশের ভাষা নেই স্বজনহারা গাজাবাসীর

ইসরায়েলি বর্বরতা এত তীব্র যে, মনে হয় গাজার এমন কোনো পরিবার নেই, যারা চলমান ইসরায়েলি হামলায় কোনো স্বজন হারায়নি। এখন গাজাবাসীর কাছে ফোনকল মানেই কোনো স্বজনের মৃত্যুসংবাদ। প্রতিটি বার্তাই বহন করে কোনো কোনো না দুঃসংবাদ। হয়তো কোনো বন্ধুর স্বজন মারা গেছে, কারও বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে বা কেউ আহত হয়েছে।

গাজাবাসীর কাছে এখন নিজের ঘরও আর নিরাপদ নয়। তবে অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে অন্য কোনো আশ্রয় না থাকায় ইসরায়েলি আক্রমণে মারা যাওয়ার আশঙ্কা নিয়েই নিজ বাড়িতেই থাকতে হচ্ছে তাদের। গাজাবাসীর এখন প্রতিদিনের চ্যালেঞ্জ হলো—ইসরায়েলি আক্রমণ বাঁচিয়ে নিজেকে, নিজের প্রিয়জনদের নিরাপদ রাখা। যাতে হারানো প্রিয়জনের তালিকা আর দীর্ঘ না হয়।

কিন্তু তালিকা এরই মধ্যে অনেক দীর্ঘ হয়ে গেছে। বিগত ১৮ দিনে ইসরায়েলি হামলায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ হাজারের বেশি। নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। পরিস্থিতি এতটাই শোকাবহ যে, গাজাবাসী আর প্রাণ খুলে কান্নাও করতে পারছে না। স্বজনদের প্রাণহানি এত বেশি যে, একজনের শোক শেষ হতে না হতেই আরেকজনের মরদেহ সামনে চলে আসছে।

কিন্তু এই অবস্থায় বিশ্বনেতারা যুদ্ধ বন্ধ করার চাইতে গাজায় মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানাচ্ছেন বেশি। আর তাদের এমন হঠকারী মনোভাবের কারণে গাজায় না যুদ্ধ বন্ধ হচ্ছে আর না ত্রাণ আসছে। অনেকে আক্ষেপ করে বলেছেন, প্রত্যেক গাজাবাসীর জন্য যে পরিমাণ ত্রাণ এসেছে তার চেয়ে গাজাবাসীর রক্ত আর চোখের পানিই বেশি ঝরেছে।

আজ যুদ্ধের ১৮তম দিন। কিন্তু বিগত তিন দিন ধরে আমি আমার নোটে লেখা দিনলিপি আর শেয়ার করতে পারছি না। কারণ বিদ্যুৎ ও ইন্টারনেটের অভাব। তবে জীবন তো আর থেমে থাকেনি। প্রতিনিয়ত বদলেছে। বিদ্যুৎ, পানি, খাদ্যসংকটের পাশাপাশি যুক্ত হয়েছে ইসরায়েলের তীব্র বিমান হামলা। আর সেই সব হামলায় গাজাবাসীর প্রাণহানির আর্তনাদ। গাজা যেন আটকা পড়েছে মৃত্যু-ধ্বংসের এক ঘূর্ণমান চক্রের ভেতরে এবং বিশ্ব যেন এই মৃত্যু-ধ্বংসের চক্র দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কোনো কিছুতেই আর কোনো কিছু হয় না তাদের।

আল-জাজিরায় প্রকাশিত গাজার সাংবাদিক মারাম হুমাইদের লেখা থেকে সংক্ষেপে অনূদিত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার