হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীরে নিহত প্রায় ২০ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও অধিকৃত পশ্চিম তীরে গত ৭৩ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। এই সময়ে দুই অঞ্চল মিলে আহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগের দেওয়া তথ্যানুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ হাজার ৭২৯ জনই শিশু এবং নারী রয়েছেন ৫ হাজার ১৫৩ জন। 

এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫২ হাজার ৫৮৬ জন। আহতদের মধ্যে ৮ হাজার ৬৬৩ জনই শিশু এবং এর মধ্যে নারী রয়েছেন ৬ হাজার ৩২৭ জন। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলা ও অভিযানে নিখোঁজ অন্তত ৮ হাজার। 

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৩০১ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২ জন শিশু। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৩৬৫ জন। 

এদিকে চলমান ইসরায়েলি বোমা হামলায় গাজার পানি সরবরাহব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। পানি কিংবা পয়োনিষ্কাশনব্যবস্থার সংকট মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বেসরকারি সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের সদস্য রিকার্ডো মার্টিনেজ যুদ্ধের মধ্যে চার সপ্তাহ গাজায় ছিলেন। ত্রাণসহায়তাকারী সংস্থার ওয়েবসাইটে পোস্ট করা এক সাক্ষাৎকারে তিনি এই শঙ্কার কথা বলেন। 

রিকার্ডো মার্টিনেজ বলেন, ‘গাজায় লোকজনকে সীমাবদ্ধতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেঁচে থাকার জন্য তাদের লড়াই করতে হচ্ছে। লোকজন সর্বোচ্চ এক লিটার পানি পাচ্ছে, যা পান করার পাশাপাশি ধোয়া ও রান্নার কাজে ব্যবহার করতে হয়। পানি ছাড়াও গাজার কোনো কোনো জায়গায় জ্বালানি ও বিদ্যুৎ নেই, যা বাসিন্দাদের টিকে থাকার চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলছে।’ 

রিকার্ডো মার্টিনেজ আরও বলেন, ‘জ্বালানি ছাড়া মিলগুলো চলে না। তাই গম, খাদ্য পাওয়া যাচ্ছে না। মিসর থেকে আসা দাতা সংস্থার ট্রাক গাজায় প্রবেশ করে স্থানীয় ট্রাকে মালপত্র তুলে দিচ্ছে। তবে জ্বালানি না থাকায় গাজার ট্রাকগুলোও চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে সম্ভব হচ্ছে না ত্রাণ বিতরণ কার্যক্রমও।’

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের