হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ত্রাণের নামে মৃত্যুফাঁদ পেতেছে ইসরায়েল, আরও ২৭ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আজকের পত্রিকা ডেস্ক­

গাজায় এবার ঈদুল আজহার কোনো আমেজেই নেই খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় রসদের অভাবে। ছবি: আনাদোলু

ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারালেন আরও ২৭ ফিলিস্তিনি। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে এবং নেতজারিম করিডরে মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন—জিএইচএফের ত্রাণ নিতে গিয়ে নিহত হলেন তাঁরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জঘন্য অপরাধ আখ্যা দিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পরিকল্পিতভাবে এই ঘটনার পুনরাবৃত্তি করছে নেতানিয়াহু প্রশাসন। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ত্রাণ কেন্দ্রের নামে সব বিপজ্জনক লোকেশনে নিরস্ত্র-অভুক্ত ফিলিস্তিনিদের জড়ো করার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি স্থানই ইসরায়েলি দখলদারদের নিয়ন্ত্রণে। ক্ষুধার্ত মানুষগুলোকে প্রলুব্ধ করে একটা জায়গায় জড়ো করে তারপর ইচ্ছাকৃতভাবে এবং ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়।’

বিবৃতিতে জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা ‘নিজ নিজ নৈতিক ও আইনগত দায়িত্ব পালন করে, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয় এবং দখলদার বাহিনীর কোনো হস্তক্ষেপ বা শর্ত ছাড়া বৈধ সীমান্তপথগুলো খুলে দিতে সর্বাত্মক চাপ প্রয়োগ করে।’

আল-জাজিরা জানিয়েছে, আজ মঙ্গলবার যে কয়েক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা প্রত্যেকেই হয় মাথায় না হলে বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। যা নির্দেশ করে যে গুলিবর্ষণ ছিল প্রাণঘাতী ও উদ্দেশ্যমূলক। জীবনের তীব্র ঝুঁকি জেনেও প্রায় ২ মাস ধরে অভুক্ত থাকা ফিলিস্তিনিরা মরিয়া হয়ে প্রতিদিনই এই বিতরণকেন্দ্রগুলোতে ছুটে যাচ্ছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত মাসের ২৭ তারিখ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে ১০২ জনের, আহত ৫শ ছুঁই ছুঁই।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র