ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা থেকে আরও বন্দীকে মুক্ত করার কোনো সুযোগ হাতছাড়া করবে না ইসরায়েল। সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র অব্যাহত সামরিক চাপই পারে ইসরায়েলের সকল জিম্মিকে মুক্ত করতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গাজা উপত্যকার রাফা শহরে অভিযান চালিয়ে দুই জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। উদ্ধারকৃতদের নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ৬১ বছর বয়সী ফার্নান্দো সিমন মারম্যান ও ৭০ বছর বয়সী নরবার্তো লুই হার। এরপরই আজ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলা হয়।
জিম্মি ফার্নান্দো সিমন মারম্যান এবং নরবার্তো লুই হারকে উদ্ধারের জন্য রাফায় সাহসী অভিযান পরিচালনা করা আইডিএফকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ফার্নান্দো এবং লুইকে ঘরে ফেরায় স্বাগতম।’
তিনি আরও বলেন, ‘সাহসী পদক্ষেপের জন্য আমাদের সাহসী যোদ্ধাদের স্যালুট জানাই। এই অভিযানই জিম্মিদের মুক্ত করেছে। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত শুধুমাত্র অব্যাহত সামরিক চাপই আমাদের সকল জিম্মিদের মুক্ত করতে পারে। আমরা তাদের বাড়িতে ফেরানোর কোনো সুযোগই হাতছাড়া করব না।’
বাস্তুচ্যুত লোকে ভরা রাফা শহরে ব্যাপক অভিযানের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার নেতানিয়াহুকে বলেছেন যে, বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ‘বিশ্বাসযোগ্য’ পরিকল্পনা ছাড়া ঘনবসতিপূর্ণ গাজা সীমান্ত শহর রাফাতে ইসরায়েলের সামরিক অভিযান চালানো উচিত নয় বলে মনে করে হোয়াইট হাউস।
এদিকে, গাজার দক্ষিণাঞ্চলে মিশরের সীমান্তবর্তী শহর রাফায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১০০ মানুষ। এই হামলায় আহত হয়েছেন আরও ২৩০ জন। হতাহতের মাঝে বেশির ভাগই নারী ও শিশু।