হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখার প্রতিবাদে ইতালিতে ৭০০ চিকিৎসকের অনশন

আজকের পত্রিকা ডেস্ক­

অনশনে অংশ নেওয়া ইতালির চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ছবি: সংগৃহীত

গাজায় লাখো ফিলিস্তিনিকে অনাহারের দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে প্রতীকী অনশন শুরু করেছেন মধ্য ইতালির তাসকান অঞ্চলের সাত শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মী। তাঁরা বলছেন, গাজায় গণহত্যা চালিয়ে পুরো জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখেছে ইসরায়েলি সরকার।

ইতালীয় পত্রিকা কোরিয়ের ফিওরেনতিনো জানিয়েছে, গত মঙ্গলবার তাসকানজুড়ে ৪০টির বেশি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে অনশন শুরু করেন ওই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দুপুরের খাবার খাচ্ছেন না তাঁরা।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, কর্মসূচি পালনকালে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়াচ্ছেন অনশনকারীরা। এ সময় গাজার পরিস্থিতিকে ‘কাঠামোগত গণহত্যা ও অনাহার’ হিসেবে উল্লেখ করছেন তাঁরা।

অনশনকারীরা এক বিবৃতিতে বলেছেন, ‘গাজার এই বিপর্যয়ে আমরা চুপ থাকতে পারি না। সেখানে ২১ মাসের যুদ্ধে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অনেকেই শিশু। এখন সেখানকার মানুষদের অনাহারে মারা হচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, ইতালির মানবাধিকারকর্মীরা এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন।

গাজায় ইসরায়েলের আগ্রাসনে কিছু ইউরোপীয় দেশ যে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিচ্ছে, বিবৃতিতে তার নিন্দা জানানো হয়।

গত ২ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে হওয়া চুক্তি বাস্তবায়ন করছে না ইসরায়েল। গাজার সীমান্ত বন্ধ রেখেছে জায়নবাদী রাষ্ট্রটি। এর ফলে খাদ্য ও জরুরি পণ্যবোঝাই ট্রাক সীমান্তে আটকে আছে; ভেতরে ঢুকতে পারছে না।

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের