হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আবারও আল–আকসায় সংঘর্ষ, ৩১ ফিলিস্তিনি আহত

আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে। এ সময় ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার এই ঘটনা ঘটেছে। মুসলিম ও ইহুদি উভয় ধর্মের মানুষের কাছে সমানভাবে পবিত্র এই স্থানটিতে বিগত কয়েক দিন ধরেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আহতের মধ্যে ১৪ জন ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন গুরুতর আহত। 

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, কয়েক শ লোক আল–আকসার পশ্চিম দেওয়ালের কাছে প্রার্থনারত ইহুদিদের লক্ষ্য করে ঢিল ও আতশবাজি ছুড়তে শুরু করার পরই কেবল তাঁরা সেখানে হস্তক্ষেপ করে। 

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার সকালের নামাজের পর পুলিশ কম্পাউন্ডে প্রবেশ করে এবং প্রায় ২ শতাধিক ফিলিস্তিনির ওপর রাবার বুলেট ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এদের মধ্যে কেউ কেউ পশ্চিম দেওয়ালের দিকে ঢিল ছুড়ছিল। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, ইসরায়েলি পুলিশ সংঘর্ষের তথ্য সংগ্রহকারী সাংবাদিকদের একটি দলের ওপরও খুব কাছে থেকে রাবার বুলেট ছুড়েছে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে লাগাতার সহিংসতা গত বছরের গাজা যুদ্ধের মতো একটি দীর্ঘমেয়াদি সংঘাতের সম্ভাবনা তৈরি করেছে। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে অভিযান চালিয়ে কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। 

এর আগে, গত শুক্রবার আল-আকসায় একই ধরনের সংঘর্ষে অন্তত দেড় শতাধিক ফিলিস্তিনি ও বেশ কয়েকজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হন। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বিবৃতিতে জানিয়েছে, ‘সেদিন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আচরণ গুরুতর এবং তা উদ্বেগজনক। তাঁরা ব্যাপক, নির্বিচারে ও অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছিল।’ 

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের